মুস্তাফিজকে নিয়ে বিসিবির সুখবর


প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০১৬, ০৮:৪৩ পিএম
মুস্তাফিজকে নিয়ে বিসিবির সুখবর

আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের পর্দা নামবে। সেদিন রাতেই জাতীয় দলের প্রথম ফ্লাইট যাবে অস্ট্রেলিয়ায়।

১০ ডিসেম্বরও জাতীয় দলের আরেকটি ফ্লাইট যাবে অস্ট্রেলিয়ায়। নিউ জিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ায় ১০ দিনের ক্যাম্প করবে বাংলাদেশ।

প্রাথমিক দলে থাকা মুস্তাফিজুর রহমানও ধরবেন অস্ট্রেলিয়ার ফ্লাইট! বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী এমন আভাষ দিলেন। সরাসরি না বললেও তিনি ধারণা দিলেন যেটুকু সময় আছে (নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের আগে) এর মধ্যে মুস্তাফিজুর রহমান পুরোপুরি ফিট হয়ে যাবেন!

তবে একটি সুখবর সরাসরি দিয়েছেন বিসিবি চিকিৎসক। তিনি জানালেন, মুস্তাফিজুর রহমান ৮০-৯০ ভাগ সামর্থ্য দিয়ে বল করে করছেন। শুধু মুস্তাফিজুর রহমান নন চোট পাওয়া ইবাদত চৌধুরী নিয়েও একই সুখবর দিয়েছেন তিনি।

গণমাধ্যমে তিনি বলেন, ‘আজ (রোববার) সকালের অনুশীলনে মুস্তাফিজ ও এবাদত দুজনই বোলিং করেছে। ওরা দুজনই বোলিংয়ে সামর্থ্যের ৮০-৯০ ভাগ দিতে পেরেছে। আমাদের ট্রেনার খুবই খুশি এ দু’জনের অগ্রগতি নিয়ে। আরও আনন্দের কথা হচ্ছে ওরা দুই স্পেলে বোলিং করতে পেরেছে। কোনো অসন্তোষ প্রকাশ করা ছাড়া ৮০-৯০ মার্ক অর্জন করাছে ওরা। এর অর্থ হচ্ছে ওরা প্রায় ফিটনেস লেভেল সম্পন্ন করেছে। এখানে যখন ৮০ ভাগ সামর্থ্য দিচ্ছে তখন আমরা ধরে নিচ্ছি ওরা পুরোপুরি সামর্থ্যবান। যখন ম্যাচ পজিশনে যাবে তখন শতভাগ সামর্থ্য দিতে পারবে।’

দেবাশীষ চৌধুরী আরও বলেন, ‘কয়েকটা দিন আরও সময় আছে আমাদের হাতে। এর মধ্যে আরেকটা জিম সেশন ও বোলিং সেশন হবে। এরপর নির্বাচক ও টিম ম্যানেজম্যান্ট চূড়ান্ত সিদ্ধান্ত নিবে।’

অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডে মুস্তাফিজ ও ইবাদত অন্যান্য বোলারদের মতই অনুশীলন, সূচী ফলো করতে পারবেন বলে ধারণা দিয়েছেন।

গো নিউজ ২৪/ এস কে 

খেলা বিভাগের আরো খবর