বিপিএলের শেষ চারে কারা যাচ্ছে?


প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০১৬, ০৭:২৩ এএম
বিপিএলের শেষ চারে কারা যাচ্ছে?

ভালোই জমে উঠল বিপিএলের শেষ চারে যাওয়ার লড়াই। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জয় পেলেই পরবর্তী রাউন্ড নিশ্চিত করে ফেলতে পারত তামিম ইকবালের চিটাগং ভাইকিংস। অনেকটাই সহজ হয়ে যেত শেষ চারে যাওয়ার সমীকরণ।

কিন্তু রাজশাহী কিংসের বিপক্ষে ৬ উইকেটের বড় ব্যবধানেই হেরে গেছেন তামিমরা। আর দাপুটে এই জয় দিয়ে বিপিএলের লড়াইটাও ভালোই জমিয়ে তুলেছে ড্যারেন স্যামির রাজশাহী।

দাপুটে এই জয় দিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রাজশাহী কিংস। ১২ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। হেরে গেলেও ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই আছে চিটাগং ভাইকিংস। এক ম্যাচ কম খেলে রংপুর রাইডার্স ও খুলনা টাইটানসের ঘরেও জমা হয়েছে ১২ পয়েন্ট।

যদি খুলনা ঢাকার বিপক্ষে এবং রংপুর কুমিল্লার বিপক্ষে জয় লাভ করে তবে বাদ পড়বে রাজশাহী। 

আর খুলনা না জিতলে  বাদ পড়বে এই আসর থেকে, তবে রংপুর হারলে নেট রান রেট ভাল থাকলে হেরেও  খুলনার যাওয়ার সম্ভাবনা আছে। 

ঢাকা একক ভাবে প্রথম এবং রান রেটে চিটাগং ইতিমধ্যে শেষ চার নিশ্চিত করেছে।  

এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কারা যায় শেষ চারে। গ্রুপ পর্বের শেষ মুহূর্তে এসে শেষ চারের লড়াই আরও জমে উঠায় বিপিএলের প্রতি আকর্ষণ দর্শকদের আরও বেড়ে গিয়েছে। 

বিপিএল ২০১৬`র পয়েন্ট টেবিল : 

ক্রম

দল

ম্যাচ

জয়

হার

ড্র

পয়েন্ট

রান রেট

ঢাকা ডায়নামাইটস

১১

১৬

+১.০৬৭

চিটাগং ভাইকিংস

১২

১২

+০.২৩৩

রাজশাহী কিংস

১২

১২

+০.২০৮

রংপুর রাইডারস

১১

১২

-০.০৮৮

খুলনা টাইটান্স

১১

১২

-০.২৯৩

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

১১

-০.৪১৩

৭ 

বরিশাল বুলস

১২

-০.৬৮৮

 

গো নিউজ ২৪/ এস কে 

 

 

খেলা বিভাগের আরো খবর