কে হবে বর্ষসেরা ফুটবলার?


প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০১৬, ১২:২৭ পিএম
কে হবে বর্ষসেরা ফুটবলার?

২০১৬ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের জন্য ঘোষিত তিনজনের সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই মিলেছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মেসি-রোনালদো এবং গ্রিজম্যানের।

গত আট বছর ফিফা বর্ষসেরার পুরস্কার জিতেছেন মেসি এবং রোনালদো। পাঁচবার মেসি এবং তিনবার রোনালদো। এবারও রোনালদোর জেতার সম্ভাবনা বেশি।

তিন পুরুষ ফুটবলারের সঙ্গে তিন নারী ফুটবলার, তিন পুরুষ কোচ এবং তিন নারী কোচের সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করেছে ফিফা।

পুরুষ ফুটবলার: 

১. লিওনেল মেসি (বার্সেলোনা/আর্জেন্টিনা)
২. ক্রিশ্চিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ/পর্তুগাল)
৩. আন্তোনিও গ্রিজম্যান (অ্যাটলেটিকো মাদ্রিদ/ফ্রান্স)

নারী ফুটবলার: 

১. মেলানি বেহরিনগের (জার্মানি)
২. কার্লি লয়েড (যুক্তরাষ্ট্র)
৩. মার্তা (ব্রাজিল)

কোচ (পুরুষ): 

১. ক্লদিও রানিয়েরি (লেস্টার সিটি)
২. ফার্নান্দো সান্তোস (পর্তুগাল)
৩. জিনেদিন জিদান (রিয়াল মাদ্রিদ)

কোচ (নারী): 

১. জিল এলিস (যুক্তরাষ্ট্র)
২. সিলভিয়া নেইদ (জার্মানি)
৩. পিয়া সুন্দাগি (সুইডেন)

 

গোনিউজ২৪/এমএইচএস

খেলা বিভাগের আরো খবর