দুই শর্তে বরিশাল ও কুমিল্লা শেষ চারে যেতে পারে


প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০১৬, ০৮:৫৮ এএম
দুই শর্তে বরিশাল ও কুমিল্লা শেষ চারে যেতে পারে

বাংলাদেশ জাতীয় দলের দুই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও মুশফিকুর রহিম বেশ খারাপ সময়ই কাটাচ্ছেন এবারের বিপিএলে। তাঁদের দল আছে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে। শিরোপাজয়ের স্বপ্ন প্রায় শেষই হয়ে গেছে- এমনটাই ধরে নিয়েছেন অনেকে। কিন্তু কাগজে-কলমে এখনো শেষ হয়নি মাশরাফি-মুশফিকদের শিরোপাজয়ের স্বপ্ন।

মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ানস বিপাকে পড়েছিল শুরুতেই টানা পাঁচটি ম্যাচ হেরে। সে সময়ই অনেকটা ফিকে হয়ে গিয়েছিল তাদের শিরোপাজয়ের স্বপ্ন। অন্যদিকে মুশফিকের বরিশাল বুলস শুরুটা করেছিল ভালোভাবেই। কিন্তু পরে টানা বেশ কয়েকটি ম্যাচ হেরে এখন তারা আছে পয়েন্ট তালিকার তলানিতে। ১১ ম্যাচ শেষে দুই দলের ঘরেই জমা হয়েছে আট পয়েন্ট। তবে এখনো পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা শেষ হয়নি কুমিল্লা ও বরিশালের। তবে এ জন্য অনেক জটিল হিসাব-নিকাশের মধ্য দিয়ে যেতে হবে তাদের।

মুশফিক-মাশরাফিদের পরবর্তী রাউন্ডে যাওয়ার প্রথম শর্ত গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি জিততে হবে। এবং সেটিও বড় ব্যবধানে। যেন গড় রানরেটের হিসেবে এগিয়ে যাওয়া যায়। বরিশাল ও কুমিল্লা; দুই দলই নিজেদের শেষ ম্যাচটি খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। এই দুই ম্যাচের একটিতে রংপুর জিতে গেলেই কপাল পুড়বে মাশরাফি-মুশফিকের। কিন্তু দুটি ম্যাচেই যদি তাঁরা জয়ের দেখা পান, তাহলে দুই দলের সামনেই সুযোগ থাকবে পরবর্তী রাউন্ডে যাওয়ার।

একই সঙ্গে তাঁদের প্রার্থনা করতে হবে যেন চিটাগং ও রাজশাহীর ম্যাচে জয় পায় চিটাগং। এই দুটি শর্ত পূরণ হলে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ শেষে রাজশাহী, রংপুর, বরিশাল ও কুমিল্লা; চার দলেরই সংগ্রহ দাঁড়াবে ১০ পয়েন্ট। তখন দেখা হবে নেট রানরেটের হিসাব।

এরই মধ্যে শেষ চার নিশ্চিত করে ফেলেছে ঢাকা ডায়নামাইটস। ১১ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে তারা আছে সবার ওপরে। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা চিটাগং ভাইকিংস ও খুলনা টাইটানসও প্রায় নিশ্চিত করে ফেলেছে শেষ চার। চতুর্থ স্থানে উঠে আসার সুযোগ এখনো আছে সব দলের সামনে।

গো নিউজ ২৪/ এস কে 

খেলা বিভাগের আরো খবর