গেইল-তামিমদের টার্গেট ১২৫


প্রকাশিত: নভেম্বর ২৭, ২০১৬, ০৫:৫৯ পিএম
গেইল-তামিমদের টার্গেট ১২৫

বিপিএলে আজকের দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে চিটাগং ভাইকিংস ও রংপুর রাইডার্স। টস জিতেছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নাঈম ইসলাম। 

টস জিতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি রংপুর রাইডার্স। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা ১২৪ রান সংগ্রহ করেছে। জয়ের জন্য গেইল-তামিমদের সামনে লক্ষ্যমাত্রা ১২৫ রান। 

আজ অবশ্য সুবিধা করতে পারেননি মোহাম্মদ শেহজাদ ও মোহাম্মদ মিথুন। শেহজাদ ২১ ও মিথুন ১২ রান করে আউট হন। আশা জাগিয়েও আফ্রিদি ১৩ রানের বেশি করতে পারেননি। আজ সৌম্য সরকার সর্বোচ্চ ২৬ রান করেন। শেষ দিকে আনোয়ার আলী অপরাজিত ২০ রান করলে ১২৪ রানের সংগ্রহ পায় রংপুর রাইডার্স।

বল হাতে চিটাগং ভাইকিংসের তাসকিন আহমেদ ও মোহাম্মদ নবী ২টি করে উইকেট নেন।

প্রথম দেখায় রংপুর রাইডার্স ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল চিটাগং ভাইকিংসকে। গেইলের আগমণে আজ চিটাগং তার জবাব দিতে পারে কিনা দেখার বিষয়। নাকি একই নাটক মঞ্চত হবে! সেটা সময়ই বলে দেবে।

৭ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রংপুর রাইডার্স। অন্যদিকে ৮ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে চিটাগং ভাইকিংস রয়েছে চতুর্থ স্থানে। আজ জয় পেলে পয়েন্ট টেবিলে উভয় দলেরই উন্নতি হওয়ার সুযোগ রয়েছে।

গো নিউজ ২৪/ এস কে 

খেলা বিভাগের আরো খবর