তীরে এসে আবারো তরী ডুবল বাংলাদেশের


প্রকাশিত: অক্টোবর ২৪, ২০১৬, ১০:৩১ এএম
তীরে এসে আবারো তরী ডুবল বাংলাদেশের

 

জিতলে বাংলাদেশের টেস্ট ইতিহাসের সেরা জয়টাই হতো। সাব্বির রহমান ৫৯ রানে অপরাজিত থেকে আর মাত্র ৩৩ রানের লক্ষ্য পূরণের স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু টেস্ট ম্যাচটা শেষ সকালে বড্ড সাদামাটা ভাবেই শেষ হলো। রয়ে গেলে বাংলাদেশের ২৩ রানের আক্ষেপ।

সোমবার সকালে ২১ বলের মধ্যেই শেষ ২ উইকেট হারিয়ে চট্টগ্রামে হেরেই গেল টাইগাররা। ২৮৬ রানের টার্গেট পূরণ করতে নেমে ২৬৩ রানে শেষ। কাঁপন ধরানো ম্যাচটা ২২ রানে জিতে দুই টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে যাওয়ার স্বস্তি ইংল্যান্ডের। ৬৪ রানে অপরাজিত থেকে না পাওয়ার বেদনা নিয়েই ফিরলেন সাব্বির রহমান।

বেন স্টোকসের এক ওভারের তিন বলের মধ্যে তাইজুল ইসলাম (১৬) ও শফিউল ইসলামের (০) এলবিডাব্লিউত শেষ স্বাগতিকদের স্বপ্নটা।

 

গোনিউজ২৪/এমএইচএস

 

খেলা বিভাগের আরো খবর