কিউইদের ৭ উইকেটে হারাল ভারত


প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৬, ১০:২৫ পিএম
কিউইদের ৭ উইকেটে হারাল ভারত

পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে কিউইদের ৭ উইকেটে হারাল ভারত। সিরিজ ২০ তে এগিয়ে গেল ভারত। 

ব্যাট হাতেও শুরুটা ভাল ছিল না ভারতের। ওপেন করতে নেমে মাত্র ১৩ রানে রোহিত শর্মা ও ৫ রানে রাহানে ফিরে গেলেন প্যাভেলিয়নে। দুটো উইকেট নিলেন সাউদি ও হেনরি। পরে ব্যাট জয়ের দারগরায় নিয়ে গেছেন টেস্ট অধিনায়ক বিরাট কোহালি ও ওয়ান ডে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।

দুই অধিনায়কের ব্যাটে শেষ পর্যন্ত জয় পেল ভারত। বিরাট কোহালি করলেন সেঞ্চুরি, ১৩৪ বলে ১৫৪ করে অপারজিত থাকলেন। এতি তার একদিনের ম্যাচে ২৬তম সেঞ্চুরি। হাফ সেঞ্চুরি করে যোগ্য সঙ্গত ধোনির। ধোনিকে ৯১ বলে ৮০ রান করে হেনরির বলে আউট হন। মানিশ পাণ্ডের ৩৪ বলে ২৮ রান এবং বিরাটের অপারজিত ইনিংসের উপর ভর করে জয়ের বন্দরে পৌঁছে জায় ভারত।

এদিন টস জিতে স্বাভাবিক ভাবেই প্রথমে কিউইদের ব্যাট করতে পাঠিয়েছিলেন ধোনি। ওপেন করতে এসে দলগত ৪৬ রানেই গাপ্তিলকে (২৭) প্যাভেলিয়নে ফেরত পাঠান উমেশ যাদব। এর পর আর এক ওপেনার টম লাথামের সঙ্গে ব্যাটিংয়ের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। যদিও ধরসা দিতে পারেননি তিনিও। এ বার কেদার যাদবের বলে ২২ রান করে এলবিডব্লু হয়ে ফিরে যান তিনি।

লাথামের ৬৬ রানের ইনিংসের সঙ্গে টেলরের ৪৪ ও নিশামের ৫৭ নিউজিল্যান্ডের ইনিংসকে ভরসা দিলেও শেষের দিকে আর কেউই দাঁড়াতে পারেননি। এর পর অ্যান্ডারসন (৬), রোঁচি (১), সাঁতনার (৭), সাউদি (১৩)রা কেউই বড় রানের ইনিংস খেলতে পারেননি। ৩৯ রান করে অপরাজিত থাকেন হেনরি। ভারতের হয়ে তিন উইকেট নেন কেদার যাদব ও উমেশ যাদব। জোড়া উইকেট বুমরাহ ও অমিত মিশ্রার। ভারতীয় বোলারদের দাপট থাকলেও ভারতের সামনে ২৮৬ রানের লক্ষ্যমাত্রা রেখেই ব্যাটিং শেষ করল নিউজিল্যান্ড। 

গো নিউজ২৪/এএফপি 

খেলা বিভাগের আরো খবর