বিসিবিতে যোগ দিচ্ছেন বিদেশি কোচ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ৩০, ২০২৩, ১১:১৯ এএম
বিসিবিতে যোগ দিচ্ছেন বিদেশি কোচ

বাংলাদেশ জাতীয় দলের হয়ে পেস ডিপার্টমেন্টের দায়িত্ব সামলেছেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু। এরপর সাবেক এই ক্রিকেটার বর্তমানে কাজ করছিলেন বাংলাদেশ নারী দলের সঙ্গে। বেশ গুরুত্বপূর্ণ পদেই ছিলেন তিনি। দলটির একমাত্র নির্বাচক হিসেবে গেল কয়েক বছর দায়িত্ব সামলেছেন মঞ্জু। তবে এবার নির্বাচকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে তাকে।

জাতীয় দলের বাইরে নতুন করে তার ঠিকানা হতে পারে গেম ডেভেলপমেন্ট অথবা বাংলাদেশ টাইগার্সে। সেখানেও নির্বাচকের ভূমিকায় দেখা যাবে সাবেক এই ক্রিকেটারকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। একই সঙ্গে নতুন করে কয়েকজন নির্বাচক নিয়োগের কথাও নিশ্চিত করেছেন নাদেল।

বিসিবির এই পরিচালক বলছিলেন, 'তাকে (মঞ্জু) গেম ডেভেলপমেন্ট বা বাংলা টাইগার্সে দায়িত্ব দেওয়া হচ্ছে। সেক্ষত্রে নতুন করে একের অধিক নির্বাচক নিয়োগ দেওয়া হবে। কাকে নেব এখনো সেটা আলোচনা হয়নি। তবে দুই একদিনের মধ্যেই আমরা জানিয়ে দেব।'

এর আগে ২০২০ সালে জাতীয় নারী ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পাওয়া মঞ্জু পরবর্তীতে ধীরে ধীরে দলটির ম্যানেজারে পরিণত হন। তবে সাম্প্রতিক সময়ে মঞ্জুর বিরুদ্ধে উঠেছিল দলে কর্তৃত্ব ও স্বেচ্ছাচারিতার অভিযোগ। তবে সেসব না ভেবে নাদেল বলছিলেন, 'অভিযোগ কিছু না সে তো বোর্ডের অধীনেই থাকছে। অভিযোগ কিছু যদি থাকত তাহলে তো...। তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হচ্ছে।'

এদিকে নারী দলের সঙ্গে নতুন করে আরেকজন বোলিং কোচ যোগ দিচ্ছেন। নাম না জানা গেলেও নাদেল স্পষ্ট করলেন তিনি শ্রীলঙ্কান এবং জাতীয় দলের সঙ্গেই ছিলেন, 'শ্রীলঙ্কা থেকে আসছে। দুই চারদিনের মধ্যেই চলে আসবে। সে লঙ্কান জাতীয় দলের সঙ্গেই রয়েছে এখন।'

গোনিউজ২৪/আর এ জে

খেলা বিভাগের আরো খবর