সেঞ্চুরি হাতছাড়া করে লিটন যা বললেন!


গোনিউজ২৪ ডেস্ক প্রকাশিত: মার্চ ২১, ২০২৩, ১১:২৬ এএম
সেঞ্চুরি হাতছাড়া করে লিটন যা বললেন!

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে রান না পেলেও চলতি আয়ারল্যান্ড সিরিজে দাপট দেখাচ্ছেন লিটন দাস। যদিও প্রথম ওয়ানডেতে ইনিংস বড় করতে না পেরে ফিরে গিয়েছিলেন ২৬ রান করে। তবে গতকাল দ্বিতীয় ওয়ানডেতে ঠিকই বড় ইনিংস খেলেছেন। তবে অল্পের জন্য করতে পারেননি ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি।

অবশ্য সেঞ্চুরি করতে না পারায় কোনো আক্ষেপ নেই লিটনের। তবে করতে পারলে ভালো লাগত। দ্বিতীয় ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে আসেন লিটন। এ সময় সেঞ্চুরি মিস নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'আক্ষেপ না, সেঞ্চুরি করতে পারলে ভালো লাগতো। হয়তো সেঞ্চুুরি না, আরও বড় হতো। কিন্তু এটা পার্ট অব গেম, ঠিক আছে।'

এদিকে প্রথম ম্যাচেও অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসান। এবার সেই দলে লিটনও। সেঞ্চুরি হাতছাড়া নিয়ে তিনি বলছিলেন, ‘খেলার সময় তো রেকর্ড নিয়ে কেউ চিন্তা করে না। বিশেষত আমরা কেউ চিন্তা করি না।'

এদিকে টস হেরে ব্যাট করতে নেমে বেশ ধীর গতিতে রান তুলতে থাকে বাংলাদেশ দল। তবে লিটন বলছেন বেশ চ্যালেঞ্জিং ছিল শুরুর সময়টা। তিনি বলেন, 'শুরুর দিকে ব্যাটিং করা খুবই কঠিন ছিল। অনেকদিন পর মনে হয় বাংলাদেশে এমন ক্রিকেট খেললাম যেটা ফিল আসছে যে বাইরের দেশে ক্রিকেট খেলছি। তাও আবার এরকম কন্ডিশনে। খুব একটা যে এখন উইন্টার তা না, সামারের ভেতরে এরকম কন্ডিশনে যে বল মুভ করবে। হয়তো একদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে হয়তো তারা বেনিফিট পেয়েছে। খুবই চ্যালেঞ্জিং ছিল।’

গোনিউজ২৪/আর এ জে

খেলা বিভাগের আরো খবর