বিপিএলের শেষ অংশে থাকছে ডিআরএস


খেলা ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২, ১০:২২ এএম
বিপিএলের শেষ অংশে থাকছে ডিআরএস

ঘরের মাঠে আফগানিস্তান সিরিজের জন্য ডিআরএস আনছে বিসিবি। তবে বিপিএলের শেষ দিকে বিতর্ক সামাল দিতে সেমিফাইনাল, ফাইনালসহ সবশেষ ৭ ম্যাচে ডিআরএস রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। বুধবার মিরপুরে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি।

তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি শুরু আফগানিস্তান না আমাদের শেষের অংশে বিপিএলের যে ম্যাচগুলো হবে সেখানেও ডিআরএসকে ইন্ট্রোডিউস করা যায় কী না। সে প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করা হয়েছে, তো আমাদের চেষ্টা থাকবে যে অন্তত আমাদের শেষ দিকের যে ম্যাচগুলো হবে ঢাকাতে প্লান আফগানিস্তান সিরিজে ডিআরএসটাকে ইনসিউর করার জন্য। ফুল ডিআরএসটা আর কি।’

করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গ্যালারিতে বসে বিপিএল দেখার সুযোগ পাচ্ছে না দর্শকরা। আপাতত দর্শকবিহীন ম্যাচ আয়োজনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশের সরকার। এমন নিয়ম বহাল থাকলে একই চিত্র দেখা যেতে পারে ঘরের মাঠে আফগান সিরিজেও। তবে দর্শকদের নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন সিইও।

নিজামউদ্দিন বলেন, ‘আফগানিস্তান সিরিজে দর্শকের ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা এ ব্যাপারে সরকারের যে গাইডলাইন সেটা আমরা ফলো করব। সরকারের যে নির্ধারিত গাইডলাইন যেটা দর্শক আপাতত বিরতি থাকার ব্যাপারে রয়েছে সেটা যদি কন্টিনিউ করে তাহলে হয়তো সেভাবেই সিরিজটা আয়োজন করতে হবে।’

খেলা বিভাগের আরো খবর