হঠাৎ বিসিবিতে তামিমের সঙ্গে পাপনের বৈঠক


খেলা ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ১১:৫০ পিএম
হঠাৎ বিসিবিতে তামিমের সঙ্গে পাপনের বৈঠক

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সিলেট সানরাইজার্সের সঙ্গে খেলা ছিল মিনিস্টার ঢাকার। লো স্কোরিং সে ম্যাচ শেষ হয়ে যায় বিকেল ৪টার আগেই। তারপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি ও কয়েকজন বোর্ড পরিচালকের সঙ্গে বৈঠকে বসেন তামিম ইকবাল। বলার অপেক্ষা রাখে না, সেই বৈঠক তামিমের আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলার সিদ্ধান্তে পরিবর্তনে।

গত শনিবার তামিম ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘তামিমের সাথে আমি কথা বলেছি। ওকে বলেছিলামও, তুমি আবার টি-টোয়েন্টিতে ফিরে আসো। এটা ছাড়বে কেন? তুমি আমাদের সেরা ওপেনার। অবশ্যই তোমার থাকা উচিৎ। টেলিফোনে কথা হয়েছিল। ও আমাকে একটা কথা বলেছে- আপনি আমাকে জোর করবেন না। আপনি বললে তো আমাকে আসতেই হবে। কিন্তু আমি আসলে এই ফরম্যাটে খেলতে চাই না।’

এরপরেই টালমাটাল দেশের ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেট থেকে কি অনানুষ্ঠানিক বিদায় নিয়ে নিলেন দেশ সেরা এই ওপেনার? এ নিয়ে জল ঘোলা হলেও মুখ খোলেননি তামিম। বোর্ড চাচ্ছে তামের এমন ভাবনা পরিবর্তনের। দেশসেরা এই ওপেনার নিজের ভাবনা পরিবর্তন করে যাতে আবার টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরেন। এজন্য মিরপুরে দফায় দফায় চলছে বৈঠক। তবে নিজের অবস্থানে অনড় তামিম। 

আজ (মঙ্গলবার) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলছিলেন, ‘গতকালকেও তামিমের সঙ্গে লম্বা মিটিং হয়েছে। একটু আগে তামিমের সাথে মাননীয় সভাপতি, আমিও ছিলাম; আমাদের সাথে একটা মিটিং হয়েছে তামিমকে নিয়ে, তার পরিকল্পনা নিয়ে। পরিকল্পনা আমি বলতে পারছি না। পরে আপনারা তামিমের মুখে শুনতে পারবেন।’

সঙ্গে যোগ করেন জালাল, ‘অবশ্যই আমরা চাই তামিম কন্টিনিউ করুক। এটা আমি আগেও বলেছি। তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ- স্টিল তারা আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার। আমরা চাই ওরা কন্টিনিউ করুক। আমরা সেই অ্যাঙ্গেলে তামিমের সাথে কথা বলেছি। তবে তামিমের নিজস্ব একটা পরিকল্পনা আছে। ও সেভাবেই এগুতে চাচ্ছে। কাজেই এ বিষয়য়ে আমরা এখনই কিছু বলতে পারছি না।’

খেলা বিভাগের আরো খবর