’তুমিই এটা নাও- রোনালদোকে পেনাল্টি নিতে এমি মার্টিনেজের ওপেন চ্যালেঞ্জ!


খেলা ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১, ১০:১৮ এএম
’তুমিই এটা নাও- রোনালদোকে পেনাল্টি নিতে এমি মার্টিনেজের ওপেন চ্যালেঞ্জ!

এতদিন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়মিত পেনাল্টি নিতেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। রেড ডেভিলদের জার্সি গায়ে স্পট কিকে তারকা এই ফুটবলারের সাফল্যও চোখে পড়ার মতো! ওলে গানারের দলের হয়ে ২৩ পেনাল্টি নিয়ে ২২ বারই সঠিক লক্ষ্যভেদ করেন ২৭ বছর বয়সী মিডফিল্ডার।

তবে, ইউনাইটেডের জার্সিতে ব্রুনো ফার্নান্দেজের স্পটকিকে এমন দুর্দান্ত সাফল্যও এখন হুমকির মুখে পড়েছে। কেননা, তাঁর দলেই আছে এখন স্বদেশী তর্কসাপেক্ষ সর্বকালের সেরা পেনাল্টি টেকার। এবারের গ্রীষ্মকালীন দলবদলে জুভেন্টাস ছেড়েই দুই দশক পর পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।ছবিঃ টুইটাররোনালদোর আগমনে প্রশ্ন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে কে নিবে পেনাল্টি? জুভেন্টাস ছেড়ে ওল্ড ট্রাফোর্ডে পাড়ি জমানোর পর পেনাল্টি নিয়েছিলেন রোনালদো, অ্যাস্টন ভিলার আজও দলের মহাগুরুত্বপূর্ণ এই সময়ে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারই স্পটকিকে শট নিবেন- এমনটাই ভেবেছিল সবাই।

কিন্তু, সবাইকে অবাক করে ইউনাইটেডের পেনাল্টি নেন ব্রুনো ফার্নান্দেজ। স্পটকিকে পর্তুগিজ মিডফিল্ডারের ব্যর্থতায় হার দিয়ে চড়া মূল্য দিতে হয়ে ওলে গানারের দলকে!যদিও ইউনাইটেডের এই পেনাল্টি নিয়ে মাঠের মধ্যে শুরু হয় উত্তেজনা। যোগ করা সময়ে ফার্নান্দেজের ক্রসে এডিনসন কাভানির হেডে বল হাউসের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
 
১-০ গোলে পিছিয়ে পড়ার পর যখন পেনাল্টি নিতে আসেন রোনালদো-ফার্নান্দেজ ঠিক তখনই দুই দলের ফুটবলারদের মধ্যে বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক সময় আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ী গোলরক্ষক এমি মার্টিনেজ পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেনাল্টি নেওয়ার চ্যালেঞ্জ করতেও দেখা যায়।মার্টিনেজ যখন ক্যামেরা বন্দি হন, তখন আর্জেন্টাইন গোলরক্ষক রোনালদোকে উদ্দেশ্য করে “তুমি এটা নাও, রোনালদো তুমি এটা নাও!” বলে চিৎকার করতে দেখা যায়। পরে এডিনসন কাভানির হস্তক্ষেপে শান্ত হন তিনি।
আরও খেলার খবরঃ   রাতে গ্রেট ব্রিটেনের ধ্রুপদি লড়াই
ক্রিশ্চিয়ানো রোনালদো মার্টিনেজের চ্যালেঞ্জ গ্রহণ না করলেও ব্রুনো ফার্নান্দেজ স্পটকিকে বল উড়িয়ে মারার পর আর্জেন্টাইন গোলরক্ষককে ইউনাইটেড সমর্থকদের বিদ্রুপাত্মক উদযাপন করতেও দেখা যায়!

খেলা বিভাগের আরো খবর