সিপিএল-এ আরও বেশি অবদান রাখতে চান সাকিব


প্রকাশিত: জুলাই ১১, ২০১৬, ০৩:৫০ পিএম
সিপিএল-এ আরও বেশি অবদান রাখতে চান সাকিব

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন সাকিব আল হাসান। এবারের আসরে তিনি খেলছেন জ্যামাইকা তালাওয়াসের হয়ে। প্রথম দুটি ম্যাচ জিতলেও একটি ম্যাচে হারতে হয়েছে তার দলকে। তারপরেও পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট সাকিব।

 

সিপিএল টি-টোয়েন্টিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আরও অবদান রাখতে চাই। কিন্তু এখন পর্যন্ত যেভাবে যাচ্ছে তাতে আমি খুশি। তবে চাইলে দল এবং আমি নিজে আরও উন্নতি করতে পারি।’

 

তিন ম্যাচে খেলে সাকিব উইকেট নিয়েছেন দুটি আর দুই ইনিংসে তার রান ৩২। সামনের ম্যাচে দলকে জেতাতেই মুখিয়ে আছেন সাকিব। বারবাডোজের বিপক্ষে ম্যাচে দলকে জয় পাইয়ে দিতে আরও অবদান রাখতে চান তিনি। এই বারবাডোজের পক্ষেই ২০১৩ সালে খেলেছিলেন সাকিব। 

 

সিপিএল-এ বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব।  এ নিয়ে দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টে খেলছেন বাঁহাতি এই অলরাউন্ডার। তাই এই টুর্নামেন্টে দেশের সমর্থন পাবেন বলেই বিশ্বাস তার- ‘বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য গর্বের। বাংলাদেশের মানুষ ক্রিকেট ভক্ত আর তারা খেলাটি ভালোবাসে। তাই  তারা আমাকে সিপিএল-এ সমর্থন করবে।’

 

এসময় সিপিএল নিয়ে সাকিব আরও বলেন, ‘এখন পর্যন্ত সিপিএল ভালোভাবেই যাচ্ছে। আমি আশা করি এটা আরও ভালোর দিকেই যাবে। আশা করি, আরও রান হবে, ছক্কা হবে, আরও উইকেট পড়বে; যাতে দর্শকরা উপভোগ করবে।’

 

গোনিউজ২৪/ডি আর

খেলা বিভাগের আরো খবর