এই সংকটময় মুহূর্তে জাতি হিসেবে বিভক্তি কাম্য নয়: কাদের


নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২০, ০৩:২৭ পিএম
এই সংকটময় মুহূর্তে জাতি হিসেবে বিভক্তি কাম্য নয়: কাদের

করোনা সংকটনের মুহূর্তে জাতি হিসেবে বিভক্তি কোনো অবস্থাতেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই মারাত্মক ভুলের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। সমসাময়িক বিষয় নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

কাদের বলেন, আজকের এই দুর্যোগে জাতি হিসেবে আমাদের বিভক্তি কোনো অবস্থাতেই কাম্য নয়। এসময় বিভাজনের অনিবার্য পরিণতি ভাইরাসের ভয়ঙ্কর রূপ। আমরা জেনেশুনে যেন এরকম মারাত্মক ভুলের ফাঁদে পা না দেই।

তিনি বলেন, মনে রাখতে হবে এ লড়াই আমাদের সবার বাঁচার লড়াই। এ লড়াইয়ে নিজে বাঁচতে হবে এবং অপরকেও বাঁচাতে হবে। পরস্পর পরস্পরকে সুরক্ষা না দিলে আমাদের নিজেদের সুরক্ষাই হুমকির মুখে পড়বে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব করোনা মোকাবিলায় আমাদের ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে। আমরা যদি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি,  ঘরে থাকি ইনশাআল্লাহ তাহলে  জয় হবেই।

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর