মুজিববর্ষে বড় বাজেটের কর্মসূচি নয়: প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ২, ২০২০, ০৫:৪৯ পিএম
মুজিববর্ষে বড় বাজেটের কর্মসূচি নয়: প্রধানমন্ত্রী

মুজিববর্ষের অনুষ্ঠানে বাড়তি ব্যয় না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে সাধারণ বাজেটের মধ্যে থেকে ভালো কর্মসূচি পালনের কথা বলেছেন তিনি। 

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 

সচিবালয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব বলেন, উনি (প্রধানমন্ত্রী) বলেছেন মুজিববর্ষ উপলক্ষে নরমাল বাজেট থেকে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ যেন উল্লেখ করার মতো কর্মসূচি ঘোষণা করে। বড় বাজেট দিয়ে নতুন কর্মসূচি নয়। 

মুজিববর্ষ উপলক্ষে নিজ নিজ মন্ত্রণালয়ের একটি কর্মসূচিকে মুজিববর্ষের কর্মসূচি হিসেবে দেখাতে বলেছেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে বড় বাজেটের কর্মসূচি না নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।’

একইসঙ্গে সব স্থানে বঙ্গবন্ধুর ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ না করার নির্দেশও দিয়েছেন তিনি। 

বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে কোনো মানুষ গৃহহীন থাকবে না। মুজিববর্ষে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন নিশ্চিত করতে চায় সরকার। এটাই মুজিববর্ষের চেতনা।

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর