মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কারণে মোদিকে দাওয়াত: কাদের


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২০, ০৩:১৫ পিএম
মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কারণে মোদিকে দাওয়াত: কাদের

ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) প্রেক্ষিতে চলছে সহিংসতা। বৃহস্পতিবার পর্যন্ত এ সহিংসতায় প্রাণ হাড়িয়েছেন অন্তত ৩৪ জন মানুষ। যাদের অধিকাংশই মুসলিম। মুসলিমদের টার্গেট করে চলছে হামলা-নির্যাতন।  দলে দলে দিল্লি ছাড়ছেন মুসলিমরা। এমন পরিস্থিতিতে মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠছে বাংলাদেশের মানুষ। 

এঅবস্থায় মোদির বাংলাদেশে আগমনের ব্যাখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

তিনি বলেছেন, স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদানের কথা মাথায় রেখেই মুজিববর্ষের অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে দাওয়াত করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক নানা ইস্যুতে আলাপের সময় এ কথা বলেন তিনি।

কাদের বলেন, দিল্লির সহিংসতা ভারতের অভ্যন্তরীণ বিষয়। যার সমাধান তাদেরকেই করতে হবে। তাদের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের নাক গলানো উচিত হবে না।

তিনি আরও বলেন, ভারতের এই পরিস্থিতির অনেক আগেই মুজিববর্ষের অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছিল।মুজিববর্ষ’ উদযাপনে ভারতকে আমন্ত্রণ থেকে বাদ দেয়াটা অকল্পনীয়, অকৃতজ্ঞতার পরিচয়।

খালেদা জিয়ার বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাত করেছেন। এ নিয়ে আদালত তার সিদ্ধান্ত জানাবে।

এসময় দেশের প্রথম এক্সপ্রেসওয়ে উদ্বোধনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান মন্ত্রী। 

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর