‘ক্ষমা চেয়ে আবেদন করলে খালেদার প্যারোল বিবেচনা’


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২০, ০৭:১১ পিএম
‘ক্ষমা চেয়ে আবেদন করলে খালেদার প্যারোল বিবেচনা’

কারাবন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোল মুক্তির বিষয়ে পরিবার কিংবা বিএনপির পক্ষ থেকে কোথায় আবেদন করেছে তা জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, নিয়মানুযায়ী প্যারোলের এই আবেদন হয় আদালতে নতুবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়া য‌দি তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে আবেদন করেন, তাহলে সরকার তার প্যারোলে মু‌ক্তির বিষয়‌টি বিবেচনা করে দেখবে।

রোববার কিশোরগঞ্জের তাড়াইলে তিন দিনব্যাপী ইসলা‌মি ইজতেমায় প্রধান অতিথি হিসেবে যোগদানের পর সাংবা‌দিক‌দের কাছে তি‌নি এ মন্তব্য করেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সর্বোচ্চ গুরুত্ব দি‌য়ে কারাব‌ন্দি খালেদা জিয়ার চি‌কিৎসা ‌সেবা নি‌শ্চিত করছে সরকার। তার প‌রিবার কিংবা দলের পক্ষ থেকে প্যারোলে মু‌ক্তি চেয়ে কোনও আবেদন করা হয়নি। আবেদন পেলে সরকার সব‌দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।

তাড়াইল উপজেলার ইছাপশর-বেলংকা গ্রামে তিন দিনব্যাপী ইসলামি ইজতেমার শেষ দিনে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইজতেমায় সভাপতিত্ব করেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। এ ইজতেমায় হাজার হাজার মুসল্লি অংশ নেন।

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর