১৯ বছর বয়সে অস্ত্রহাতে নিয়েছিলেন বাবা, আমি তারই সন্তান


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২০, ০৪:৩৮ পিএম
১৯ বছর বয়সে অস্ত্রহাতে নিয়েছিলেন বাবা, আমি তারই সন্তান

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, প্রয়োজনে জীবন দিব। যদি মরতে হয় মরবো, রক্ত ঝরাতে হলে রক্ত ঝরাবো। আমার আমার বাবা যাত্রাবাড়ী এলাকায় যুদ্ধের সময় গুলি খেয়ে ছিলেন। জনগণের অধিকার আদায়ে তিনি রক্ত ঝরিয়েছিলেন। আর আমি ইশরাক সেই বাবার সন্তান। আমাকে কেউ আটকাতে পারবে না। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমি আল্লাহকে ছাড়া আর কোনো মানুষকে আমি ভয় পাই না।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ডেমরা এলাকায় গণসংযোগকালে এক পথ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমার কোনো রাষ্ট্রীয় শক্তি নাই, পুলিশি শক্তি নাই। আমার শক্তি হচ্ছে জনগণ। 

ইশরাক হোসেন বলেন, বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছেন। আপনাদের অধিকার আদায়ের লড়াইয়ে যাতে আমি বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারি। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, লড়াইয়ের সৎ সাহস আমার হয়েছে।

তিনি বলেন, আমার বাবা মাত্র ১৯ বছর বয়সে অস্ত্রহাতে গেরিলা যোদ্ধা হিসেবে জীবনবাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আপনাদের এই এলাকায় ক্যাম্প করে তিনি মুক্তিযুদ্ধ করেছিলেন। আমার বাবা তৎকালীন সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে বিস্ফোরণ ঘটিয়েছিলেন। তৎকালীন সেনাবাহিনীর বিরুদ্ধে অপারেশন চালিয়েছিলেন।

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর