আদালতের নির্দেশনা মেনে ৩০ তারিখেই ভোট: কাদের


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২০, ০৪:০৯ পিএম
আদালতের নির্দেশনা মেনে ৩০ তারিখেই ভোট: কাদের

আদালতের নির্দেশনা মেনে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন ৩০ জানুয়ারিই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘নির্বাচন পেছানোর বিষয়ে হাইকোর্ট ভেবেচিন্তেই রায় দিয়েছে। এ রায় সবার মেনে চলা উচিত।’

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ সব কথা বলেন।

কাদের আরও বলেন, ‘সিটি নির্বাচন বিষয়ে আদালতের রায় নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুনর্বিবেচনার বিষয়ে আমরা হয়তো কথা বলতে পারতাম। তবে, বিষয়টি যেহেতু আদালত পর্যন্ত গড়িয়েছে এবং আদালত একটি নির্দেশনাও দিয়েছে যা নির্বাচন কমিশনকে মেনে চলতে হবে।’

নির্বাচনে সকলের প্রস্তুতি উৎসবমুখর পরিবেশে এগিয়ে চলছে দাবি করে সেতুমন্ত্রী বলেন, ‘আমি আন্দোলনকারীদের বলবো- হাইকোর্টের আদেশ মেনে নিয়ে আন্দোলন করা থেকে আপনারা বিরত থাকবেন।’

ভোটের তারিখ নির্ধারণে নির্বাচন কমিশনের (ইসি) ধর্মীয় দৃষ্টিকোণের বিষয়টি ভেবে দেখা উচিত ছিল কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই তাদের বিষয়টি ভেবে দেখা উচিত ছিল। তারপরও তাদের বিবেচনার মধ্যে কোনো ফাঁকফোকর ছিল কিনা সেটাও দেখার বিষয় আদালতের।’

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে বিএনপির অভিযোগের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি এনালগ, এখনো তারা আধুনিক প্রযুক্তিতে বিশ্বাস করে না।’

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর