নতুন কমিটিতে নেই কামরান, কেঁদে বললেন এটাই শেষ বক্তব্য


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০১৯, ০৬:৫২ পিএম
নতুন কমিটিতে নেই কামরান, কেঁদে বললেন এটাই শেষ বক্তব্য

সিলেট মহানগর আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি হয়েছেন মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে অধ্যাপক জাকির হোসেনকে।

মহানগর আওয়ামী লীগের সম্মেলনে বৃহস্পতিবার বিকালে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সিলেট মহানগর আওয়ামী লীগের শীর্ষ দুই নেতা। তারা হলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিসিক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

কান্নাজড়িত কণ্ঠে বক্তব্য দেয়ার ঘণ্টাখানেক পর ঘোষিত নতুন কমিটিতে স্থান পাননি তারা।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য বদরউদ্দিন আহমদ কামরান কান্নাজড়িত কণ্ঠে বলেন, আপনাদের সবার দোয়ায় আমি এখনো বেঁচে আছি। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে হয়তো এটাই আমার শেষ বক্তব্য।

ভুলত্রুটির ক্ষমা চেয়ে কামরান কারাগারের স্মৃতিচারণ করে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দলের জন্য কাজ করার অঙ্গীকার করেন। 

তিনি বলেন, দেশের মধ্যে অশুভ শক্তি সবসময় ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মহানগর সভাপতি হিসেবে কাজ করতে গিয়ে আমি আমার সহকর্মী ইব্রাহিমকে হারিয়েছি। ১৮ মাস জেল খেটেছি। কুমিল্লা কারাগারে থাকা অবস্থায় আমি আমার মাকে হারিয়েছি। দায়িত্ব পালনের সব সফলতা আপনাদের, সব ব্যর্থতা আমি কাঁধে তুলে নিলাম।

কান্নাজড়িত কণ্ঠে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, শূন্য হাতে সংগঠনের দায়িত্ব নিয়ে আজ সবচেয়ে সংগঠিত মহানগর আওয়ামী লীগ। ভবিষ্যতে আর দায়িত্ব পাব কি-না জানি না। তবে আমৃত্যু দলের জন্য কাজ করে যাব।

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর