আদালতে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০১৯, ০৪:৪৬ পিএম
আদালতে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিতে বিশৃঙ্খলা ও হট্টগোল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। বৃহস্পতিবার খালেদা জিয়ার চিকিৎসার প্রতিবেদন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে না আসায় শুনানি পিছিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ। এরপরই হট্টগোল করেন বিএনপিপন্থীরা।

এদিকে আদালতে বিএনপিপন্থীদের হট্টগোল নিয়ে কথা বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বিএনপির কাছে দেশের কোনো প্রতিষ্ঠানই নিরাপদ নয়।

বৃহস্পতিবার গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের আইনমন্ত্রী এসব কথা বলেন। এ সময় উচ্চ আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের বিশৃঙ্খলা ও হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, বিএনপিপন্থি আইনজীবীরা আদালতে বিশৃঙ্খলা করে। যা কোনোমতেই কাম্য নয়। বিএনপির কাছে দেশের কোনো প্রতিষ্ঠানই নিরাপদ নয়। আইনের শাসনের প্রতি তাদের শ্রদ্ধাবোধ নেই। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর