‘শেখ ফজলুল হক মণির রক্তের উত্তরাধিকার চায় যুবলীগ’


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৯, ০৪:১৫ পিএম
‘শেখ ফজলুল হক মণির রক্তের উত্তরাধিকার চায় যুবলীগ’

যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির রক্তের উত্তরাধিকার কাউকে সংগঠনের পরবর্তী নেতা হিসেবে চাওয়ার অধিকার অবশ্যই যুবলীগের আছে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসের প্রস্তুতি পরিদর্শন করতে গিয়ে একথা বলেন তিনি।

শনিবার (২৩ নভেম্বর) যুবলীগের এই কংগ্রেস অনুষ্ঠিত হবে। প্রথম সেশনে উপস্থিত থেকে কংগ্রেস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দ্বিতীয় সেশনে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে। সরকারের মেগা প্রজেক্ট পদ্মা সেতুর আদলে গড়ে তোলা হয়েছে উদ্বোধনী মঞ্চ।  

কেন্দ্রীয় কংগ্রেসের দিন ঢাকা মহানগর যুবলীগ উত্তর-দক্ষিণের নেতৃত্ব ঘোষণা করা হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সম্মেলন ছাড়া উত্তর-দক্ষিণের কমিটি আমরা করবো কীভাবে? সম্মেলন ছাড়া নতুন নেতৃত্ব ঘোষণার কোনো সুযোগ নেই। আমরা আশা করছি, আগামী ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের পর মহানগর উত্তর এবং দক্ষিণের কংগ্রেস (সম্মেলন) আয়োজন করবে যুবলীগের নতুন কমিটি।

যুবলীগের কংগ্রেস নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, যুবলীগের নেতৃত্ব বাছাই কাউন্সিলররা ঠিক করবে। তাদের মধ্যে আলাপ-আলোচনা হবে। তাদের সম্মতিতে পরবর্তী নেতৃত্ব আসবে। এখানে অবশ্যই আমাদের অভিভাবক সভাপতি রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার মূল্যবান পরামর্শ আমরা নেব নেতৃত্বের দ্বার উন্মোচনে। এখানে কে নেতা হবেন এই মুহূর্তে বলতে পারছি না। সেটা আগামীকাল যখন দ্বিতীয় অধিবেশন কাউন্সিল সেশনে হবে। সভাপতি ও সাধারণ সম্পাদকের জন্য নাম আহ্বান করেছি। অধিক প্রার্থী থাকলে তাদেরকে একজন হওয়ার জন্য সময় দেব। সেই সময়সীমার মধ্যে কম্প্রমাইজ না হলে উপস্থিত নেতৃবৃন্দ এবং আমাদের সর্বোপরি আমাদের নেত্রীর সঙ্গে আলাপ করে নতুন কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করবো।

যুবলীগের অনেকের বিরুদ্ধে কংগ্রেসে সংশ্লিষ্টতা না থাকার নির্দেশ রয়েছে, এক্ষেত্রে সম্মেলনে কারা থাকতে পারবে, কারা থাকতে পারবে না এমন কোনো নির্দেশনা আছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, যতক্ষণ না যুবলীগের সম্মেলন, কাউন্সিল অধিবেশন এবং বিদায়ী কমিটি বিলুপ্ত হবে। আপনারা এর আগে লক্ষ করেছেন, বিদায়ী কমিটির বিলুপ্ত হওয়া পর্যন্ত তারা কিন্তু থাকবেন না। কিন্তু কাউন্সিল পর্যন্ত বর্তমান কমিটিতে যারা আছে তারা কাজ করবেন পরবর্তী নেতৃত্ব নির্বাচনে। বয়সের ক্যাটাগরি এখানে কাজ করবে। এখন যারা আছেন তারা নতুন কমিটি ঘোষণা পর্যন্ত সম্মেলনে থাকতে পারবেন।

অন্যএক প্রশ্নের জবাবে কাদের বলেন, 'যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি। তার পরিবার থেকে উত্তরাধিকার অর্থে কাউকে যদি নেতা হিসেবে চান সেই অধিকার অবশ্যই যুবলীগ নেতাকর্মীদের আছে'।

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর