খেলার মাঝেই শেখ হাসিনা-মমতা বৈঠক


নিউজ ডেস্ক: প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৯, ০৩:৩৮ পিএম
খেলার মাঝেই শেখ হাসিনা-মমতা বৈঠক

ঐতিহাসিক দিবারাত্রীর টেস্ট ম্যাচ দেখতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কলকাতায়। শুক্রবার দুপুর ১.৩০টায় ইডেনে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্টে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। এ দিন কলকাতার ইডেন গার্ডেনসে ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে গোলাটি টেস্টের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এরপর সন্ধ্যায় হোটেল তাজ বেঙ্গলে এ সৌজন্য সাক্ষাৎ হবে শেখ হাসিনা-মমতার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজেই সাংবাদিকদের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। এমন খবর প্রকাশ করেছে ভারতের জনপ্রিয় দৈনিক ‘দ্য হিন্দু’। 

খবরে বলা হয়, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মধ্যে শুক্রবার আনুষ্ঠানিক বৈঠক হতে যাচ্ছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও সাংবাদিকদের এমন ইঙ্গিত দিয়ে বলেন, হোটেল তাজ বেঙ্গলে শুক্রবার সন্ধ্যা ৬টায় এই সৌজন্য সাক্ষাৎ হবে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালেই এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।’

এদিকে গোলাপি বলের চ্যালেঞ্জ শুরু হয়েছে দুপুর দেড়টায়। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের দলপতি মুমিনুল হক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৬০ রান। 

ইনিংসের সপ্তম ওভারে ইশান্ত শর্মার বলে এলবির ফাঁদে পড়েন ইমরুল। প্রথম বলে রিভিউ নিয়ে বেঁচে গেলেও তৃতীয় বলে রিভিউ নিয়ে বাঁচতে পারেননি। দলীয় ১৫ রানের মাথায় বিদায় নেন ইমরুল। তার আগে ১৫ বলে করেন মাত্র ৪ রান। ইন্দোর টেস্টে করেছিলেন ৬, ৬।

এরপর তিন নম্বরে নামা মুমিনুল হককে (৭ বলে ০) বিদায় করেন উমেস যাদব। দলীয় ১৭ রানের মাথায় স্লিপে দাঁড়ানো রোহিত শর্মা দুর্দান্ত এক ক্যাচ নেন। এক বল পরে মোহাম্মদ মিঠুনকে বোল্ড করেন উমেস যাদব। দলীয় ২৬ রানের মাথায় বিদায় নেন মুশফিকুর রহিম। মোহাম্মদ শামির বলে বোল্ড হওয়ার আগে কোনো রান পাননি মুশফিক। দলীয় ২৬ রানের মাথায় বাংলাদেশ তাদের চতুর্থ উইকেট হারায়। দলীয় ৩৮ রানের মাথায় বিদায় নেন ওপেনার সাদমান ইসলাম (২৯)। উমেস যাদবের তৃতীয় শিকারে ফেরেন ৫২ বলে ৫ বাউন্ডারিতে ইনিংস সাজানো সাদমান।

পাঁচ উইকেট হারানো বিপাকে পড়া দলকে ভরসা দিচ্ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং লিটন দাস। এই জুটিতে এসেছে ২২ রান। দলীয় ৬০ আর ব্যক্তিগত ৬ রানে ইশান্ত শর্মার বলে উইকেটের পেছনে ধরা পরেন মাহমুদউল্লাহ রিয়াদ।

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর