নতুন সড়ক আইনের বাস্তবায়ন করতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৯, ০৪:০৪ পিএম
নতুন সড়ক আইনের বাস্তবায়ন করতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক পরিবহন আইনের অসঙ্গতি থাকলে তা দূর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, তবে সেটা যথাযথ প্রক্রিয়া অনুসরণের বাইরে কিছু করা সম্ভব নয়। 

বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইনের অডিটোরিয়ামে ট্রাফিক সচেতনতামূলক পক্ষ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৯ দফা সড়ক পরিবহন মন্ত্রীর কাছে পাঠিয়ে দিচ্ছি। কোথাও অসঙ্গতি থাকলে যাচাই-বাছাই করে দেখা হবে। সড়ক নিরাপদ রাখতে কি কি করা যায় তা নিয়ে প্রধানমন্ত্রী চিন্তা করছেন।

তিনি বলেন, চালকদের লাইসেন্স প্রদানে সিস্টেমগত জটিলতা ছিল, বিধায় আইন প্রয়োগ শিথিলতার সময় বাড়ানো হয়েছে। সড়ক সবার জন্য নিরাপদ করতে, শৃঙ্খলা ফেরাতে, আইনের বাস্তবায়ন করতেই হবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সবাইকে আন্তরিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। ট্রাফিক শৃঙ্খলা সভ্য জাতির প্রতীক। একটি প্রাণও যাতে ক্ষতির মুখোমুখি না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে।

ট্রাফিক সচেতনতা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন না মান আমাদের সংস্কৃতি হয়ে গেছে। আইন মে‌নে চল‌লেই সড়‌কে শৃঙ্খলা ফিরবে। সকল‌কে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর