চাল নেই, লবণ নেই বলে অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী: প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৯, ১২:৫১ পিএম
চাল নেই, লবণ নেই বলে অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী: প্রধানমন্ত্রী

বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ। দেশের মানুষ ভালো আছে। তারপরও একটি গোষ্ঠী পেঁয়াজ নেই, চাল নেই, লবণ নেই বলে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানুষের মধ্যে বিভান্তি সৃষ্টি করতে চাচ্ছে তারা। যাহোক এসব মোকাবেলা করে আমাদের চলতে হবে।

বৃহস্পতিবার সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে ‘স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ২০১৯-২০ সালে সশস্ত্রবাহিনীর শান্তিকালীন সেনা/নৌ/বিমান বাহিনী পদক এবং অসামান্য সেবা পদকপ্রাপ্ত সদস্যদের পদক দেয়া হয়।

তিনি আরও বলেন, ‘আমি সবাইকে একটা কথা বলব, অপপ্রচারে কান দেবেন না। হঠাৎ পেঁয়াজ নাই, লবণ নাই, এটা নাই-সেটা নাই নানা ধরনের কথা প্রচার হয়। এভাবে মানুষকে বিভ্রান্ত করে ফেলার চেষ্টা করা হয়। এটা করবেই আমি জানি। এটা স্বাভাবিক। কিন্তু সেটাকে মোকাবিলা করে আমাদের চলতে হবে।’

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর