ভাঙল এলডিপি, অলিকে বাদ দিয়েই নতুন কমিটি গঠন


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৯, ০৩:৩৩ পিএম
ভাঙল এলডিপি, অলিকে বাদ দিয়েই নতুন কমিটি গঠন

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ভাঙল। দলীয় প্রধান অলিকে বাদ দিয়েই নয় সদস্যের নতুন কমিটি ঘোষণা করেছেন বিদ্রোহীরা।

সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ হলে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন আবদুল করিম আব্বাসী। আর মহাসচিব হয়েছেন শাহাদাত হোসেন সেলিম।

খুব শিগগিরই বর্ধিত সভা করে এলডিপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং তারা ২০ দলেই থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

গত ৯ নভেম্বর ২০৩ সদস্য বিশিষ্ট দলের জাতীয় নির্বাহী কমিটির তালিকা প্রকাশ করে এলডিপি। সাত মাস ধরে দলের কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত না থাকার অভিযোগে এই কমিটিতে সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমকে রাখা হয়নি। এরপর থেকেই এলডিপিতে ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

নতুন কমিটিতে সেলিমের ‘সম্মানজনক’ পদ না থাকায় তার অনুসারীরা ভীষণ রকম ক্ষুব্ধ হন। কর্নেল অলির বিরুদ্ধের স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সেলিমের সঙ্গে একজোট হন এলডিপির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক হুইপ আবু ইউসুফ খলিলুর রহমান, সাবেক সংসদ সদস্য আব্দুল করিম আব্বাসী, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ ও সাবেক সংসদ সদস্য আব্দুল গণি। এর মধ্যে গত শনিবার রাজধানীর উত্তরায় বৈঠক করেন অলিবিরোধী নেতারা। সেই বৈঠকেই নতুন কমিটি করার বিষয়ে সিদ্ধান্ত হয়।

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর