উৎপাদন খরচের চেয়েও কম দামে বিদ্যুৎ দিচ্ছি: প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ১৩, ২০১৯, ০৩:৫২ পিএম
উৎপাদন খরচের চেয়েও কম দামে বিদ্যুৎ দিচ্ছি: প্রধানমন্ত্রী

বিদ্যুৎ উৎপাদনে যে খরচ হয় তার চেয়ে অনেক কম অর্থে সরকার বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিএনপি আমলের ভয়াবহ লোডশেডিংয়ের কথা স্মরণ করিয়ে বিদ্যুৎ ব্যবহারে সকলকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন তিনি।

বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাতটি নতুন বিদ্যুৎকেন্দ্র এবং ২৩টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘বিদ্যুৎ উৎপাদনে আমাদের যে খরচ হয়, তার চাইতে অনেক কম অর্থে আমরা তা সরবরাহ করে যাচ্ছি।’শেখ হাসিনা বলেন, তার সরকার ২০২১ সাল নাগাদ সকল উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে সারাদেশের ঘরে ঘরে আলো জ্বালতে সক্ষম হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত সময়কে আমরা মুজিববর্ষ হিসেবে ঘোষণা দিয়েছি। ইনশা আল্লাহ, মুজিববর্ষ উদ্‌যাপনের মধ্যে আমরা শতভাগ বিদ্যুৎ দিতে সক্ষম হব।’ কেউ অন্ধকারে থাকবে না, সব ঘরেই আলো জ্বলবে। আলোকিত করাই আমাদের কাজ এবং সেটাই আমরা করে যাচ্ছি।’

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর