আত্মরক্ষার্থে ভোলায় গুলি চালিয়েছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৯, ০৫:২৬ পিএম
আত্মরক্ষার্থে ভোলায় গুলি চালিয়েছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার বোরহানউদ্দিনে জনতার বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহতের বিষয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়েছে।

মন্ত্রী বলেন, এ ঘটনায় পুলিশ কিংবা অন্য কারও দায়িত্বে অবহেলা আছে কি না সে বিষয়টিও তদন্ত করা হচ্ছে। তদন্তে কারও অবহেলা প্রমাণিত হলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।এসময় ভোলায় পুলিশ-জনতার মধ্যে সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, রোববার পুলিশের সঙ্গে তৌহিদি জনতা’র সংঘর্ষে ভোলার বোরহানউদ্দিন উপজেলা সদর রণক্ষেত্রে পরিণত হয়। সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবকের হ্যাক করা ফেসবুক আইডি থেকে উদ্দেশ্যমূলকভাবে ‘ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট’ দেয়া কেন্দ্র করে দিনভর এ সংঘর্ষ হয়। এতে অন্তত দুই ছাত্রসহ চারজন নিহত এবং ৩০ পুলিশ সদস্যসহ শতাধিক লোক আহত হয়েছেন।

এদিকে সোমবার সচিবালয়ে নিজ দফতরে জেএসডি সভাপতি আ স ম রবের নেতৃত্বে ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আ স ম আব্দুর রবের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি এবং মঙ্গলবারের (২২ অক্টোবর) ঐক্যফ্রন্টের সমাবেশের বিষয়ে কথা হয়েছে। 

সমাবেশের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা (ঐক্যফ্রন্ট) আগামীকালের সমাবেশের অনুমতির বিষয়ে আমার কাছে জানতে চেয়েছেন। আমি তাদের পরিষ্কার বলেছি সমাবেশের বিষয়টি ডিএমপি কমিশনার অনুমতি দেওয়ার মালিক।

খালেদা জিয়ার সঙ্গে ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের নেতাদের দেখা করার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঐক্যফ্রন্ট নেতারা আমার সঙ্গে দেখা করে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছেন। আমি বলেছি আমি আইজি প্রিজনকে বলে দিচ্ছি তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর