গণভবনে যাচ্ছেন না ওমর ফারুক, যা বললেন কাদের


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ১৮, ২০১৯, ০৩:৩৯ পিএম
গণভবনে যাচ্ছেন না ওমর ফারুক, যা বললেন কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে আগামী রোববার গণভবনে যাচ্ছেন যুবলীগের শীর্ষ নেতারা। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম কাউন্সিলের আগে এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা আনতে গণভবনে যাচ্ছেন তারা।

তবে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওই বৈঠকে থাকছেন না যুবলীগের বর্তমান চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। 

এ নিয়ে গত দুদিন ধরে বেশ গুঞ্জন চললেও অবশেষে মুখ খুললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি জানান, যুবলীগ নিয়ে গণভবনে বৈঠক ডেকেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুবলীগের চেয়ারম্যানকে কেন ডাকা হয়নি, কোন বয়স পর্যন্ত যুবলীগ করা যাবে, সেসব আলোচনা রোববারই করা হবে।

যুবলীগ চেয়ারম্যানের গণভবনে যাওয়া নিষেধ, তাহলে কি কার্যত তিনি অপসারিত হয়েছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, গণভবনে এই মিটিং ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে কাকে ডাকবেন আর কাকে ডাকবেন না সেটা প্রধানমন্ত্রীর বিষয়। এটা পার্টি অফিসে ডাকা হলে আমি বলতে পারতাম। আওয়ামী লীগ সভাপতি যুবলীগকে গণভবনে ডেকেছেন। সেখান থেকে যাদের বলা হয়েছে, তারাই মিটিংয়ে যাবেন।

এসময় সেতুমন্ত্রীর সঙ্গে পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য নুর ই আলম সিদ্দিকীসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর