আদালতের নির্দেশে ছাত্রদলের কাউন্সিল স্থগিত


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০১৯, ০৭:৫০ পিএম
আদালতের নির্দেশে ছাত্রদলের কাউন্সিল স্থগিত

জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল হওয়ার কথা ছিলো শনিবার (১৪ সেপ্টেম্বর)। ২৭ বছর পর ছাত্রদলের এ কাউন্সিলকে ঘিরে বেশ উত্তেজনা ছিলো বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে। 

তবে হঠাৎ করেই সেই উত্তেজনায় ছন্দপতন হলো। আদালতের নির্দেশে বন্ধ হয়ে গেল জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল ও নির্বাচন। 

বৃহস্পতিবার ঢাকা জজকোর্টের ৪ নম্বর আদালত এ স্থগিতাদেশ জারি করেন।আদালতে কাউন্সিল স্থগিত চেয়ে আবেদন করেন ছাত্রদলের সাবেক কমিটির ধর্ম বিষয়ক সহ সম্পাদক আমানুল্লাহ। 

আদেশের পর নোটিশ নিয়ে নয়াপল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় অফিসে যান আদালতের প্রতিনিধিরা।

এ বিষয়ে ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, এখন পর্যন্ত আমরা পুরোপুরি নিশ্চিত নই। আদালতের স্থগিতাদেশ থাকলে কাউন্সিল স্থগিত হবে। আইনজীবীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সংগঠনটির দুই শীর্ষ পদে ২৮ জন ছাত্রনেতা ভোটযুদ্ধে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর