বালিশ ও পর্দাকাণ্ডে সব সাফল্য ম্লান হয়ে যাচ্ছে: কৃষিমন্ত্রী


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০১৯, ০৮:০৯ পিএম
বালিশ ও পর্দাকাণ্ডে সব সাফল্য ম্লান হয়ে যাচ্ছে: কৃষিমন্ত্রী

সাম্প্রতিক সময়ের আলোচিত বালিশ এবং পর্দাকাণ্ডকে 'দিনে-দুপুরে ডাকাতি' বলে বর্ণনা করেছেন কৃষিমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক। এসব দুর্নীতির কারণে ক্ষমতাসীন দলের জন্য 'রাজনৈতিক মূল্য' অনেক বেশি হতে পারে বলে মনে করেন তিনি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরতদের জন্য আবাসিক এলাকায় আসবাবপত্র কেনাকাটায় ব্যাপক দুর্নীতির বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এছাড়া সম্প্রতি একটি সরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে একটি পর্দা কেনা হয়েছে ৩৭ লাখ টাকায়। এসব দুর্নীতিকে 'অস্বাভাবিক' বলে বর্ণনা করেন আব্দুর রাজ্জাক।

বিবিসি বাংলাকে তিনি বলেন, ‘এগুলো একদম দিনে-দুপুরে ডাকাতি কিংবা সিঁদ কেটে চুরি করা ছাড়া কিছুই না। একজন সরকারি কর্মকর্তার এতো বড় সাহস কোথা থেকে আসে!’

মন্ত্রী বলেন, ‘এতে সরকার এবং দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। বিষয়টি নিয়ে সরকার ভীষণ উদ্বিগ্ন। আমাদের যত অর্জন সাফল্য সবই ম্লান হয়ে যাচ্ছে, সব ধূলিসাৎ হয়ে যাচ্ছে। বরং কালিমা লেপন হচ্ছে।’

সম্প্রতি আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা বালিশ এবং পর্দা ক্রয় সংক্রান্ত দুর্নীতি হালকা-ভাবে উপস্থাপন করলেও আবদুর রাজ্জাক বলছেন ভিন্ন কথা। তিনি মনে করেন, এগুলো 'ছোটখাটো' কোনো বিষয় নয়। ‘ছোটখাটো বিষয় হবে কেন? যারা এগুলো করতে পারে তারা বড়ও করতে পারে।’

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর