পাল্টা প্রশ্ন রুমিনের, আমার চিঠি কেন ভাইরাল?


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৬, ২০১৯, ১০:৫৫ এএম
পাল্টা প্রশ্ন রুমিনের, আমার চিঠি কেন ভাইরাল?

প্লট চেয়ে সরকারের কাছে চিঠি দিয়ে ফের আলোচনায় আসা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলছেন, একাদশ সংসদের সব সংসদ সদস্য প্লটের জন্য আবেদন করেছেন, কিন্তু শুধু আমার চিঠিটা কেন ভাইরাল হলো?

রুমিন ফারহানার চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর গণমাধ্যমকে তিনি বলেন, আমার প্রশ্ন হলো-আমার চিঠিটা কি অবৈধ? কোন আইনে অবৈধ? এটা কি অনৈতিক কোনো আইনে অনৈতিক? এটা তো রাষ্ট্রীয় চিঠি। আমি তো সরকারের কাছ থেকে কিচ্ছুই চাইনি। আমার বেতনটা যেমন রাষ্ট্রীয়, আমার এই অ্যাপ্লিকেশনও রাষ্ট্রীয়।

তিনি বলেন, এই সরকার যে অবৈধ এটা এখন বলছি, আগেও বলেছি-এটা সম্পূর্ণ অবৈধ সরকার। এটা জনগণের ভোট ছাড়া নির্বাচিত সরকার। এই সরকার সর্ব অর্থে অবৈধ সরকার। আমি সরকারের কাছে কোনো কিছু চাইনি এবং আমি রাষ্ট্রীয় সুযোগ চেয়েছি। এটা তারা (সরকার) করেছে আবুল মাল আবদুল মহিতকে যে অবৈধ ও অনৈতিক সুবিধা দিয়েছে ওইটাকে চাপা দেয়ার জন্য, জনদৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য। যাতে মানুষের দৃষ্টি অন্য দিকে যায়।

বিএনপির এই নারী এমপি আরো বলেন, আমি এখন চ্যালেঞ্জ করব-যতজন এমপি অ্যাপ্লিকেশন করেছেন সব প্রকাশ করা হোক। রুমিন কেন একলা?

এদিকে, রাজধানীর পূর্বাচলে ১০ কাটা প্লট চেয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমকে ব্যারিস্টার রুমিন ফারহানা যে চিঠি দিয়েছেন তা প্রকাশ্যে আসার পর থেকে দলটির নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিএনপির অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলেও প্রকাশ্যে মুখ খুলতে চাননি তারা। তবে দায়িত্বশীল অনেক শীর্ষ নেতাই বিষয়টিকে যৌক্তিক বলে মত দিয়েছেন।

গো নিউজ২৪/এমআর

রাজনীতি বিভাগের আরো খবর