২১ আগস্ট গ্রেনেড হামলা আ.লীগেরই পরিকল্পনা: রিজভী


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ২১, ২০১৯, ০৪:৫৭ পিএম
২১ আগস্ট গ্রেনেড হামলা আ.লীগেরই পরিকল্পনা: রিজভী

২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের জনসভায় গ্রেনেড হামলা আওয়ামী লীগেরই পরিকল্পনা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই ঘটনা নিয়ে ‘বস্তুনিষ্ঠ’ তদন্তও চেয়েছেন তিনি।

বুধবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন রিজভী।

বিএনপি আমলে হামলা হয়েছে বলেই তাতে বিএনপির সম্পৃক্ততার প্রমাণ হয় না উল্লেখ করে রিজভী বলেন, যে কোনো সরকারের আমলেই নানা ষড়যন্ত্র হয়। আওয়ামী লীগের আমলে পিলখানা হত্যাকাণ্ড হয়েছে না? তাহলে সেজন্য কি আওয়ামী লীগ দায়ী? নাইন ইলেভেনের যে ঘটনা ঘটলো সেখানে তো কেউ বলেনি যে যারা সরকারে ছিল তাদের কারণে হয়েছে। বিশ্বব্যাপী কত ধরনের হানাহানি, সন্ত্রাস-জঙ্গিবাদের উত্থান হয়েছে। এখন কোথা থেকে কী হয়েছে সেটা বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে বের করতে হবে।

শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা আওয়ামী লীগেরই ‘নীলনকশা’ কি না, এ নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে বলেও মনে করেন রিজভী। বলেন, আসামিদেরকে নির্যাত করে তারেক রহমানের নাম জড়ানো হয়েছে।

তিনি বলেন, মনে হয়েছে এই ঘটনাটা টার্গেট করে নিয়ে যেতে হবে তারেক রহমানের দিকে। তাকে উদ্দেশ্যমূলক ফাঁসানোর জন্য তারা ক্ষমতায় এসে জোর করে আসামিদের পিটিয়ে হাতের নখ তুলে স্বীকারোক্তি আদায় করেছে। তারপরও কিন্তু তারা ম্যাজিস্টেটের কাছে বলেছে যে জোর করে টর্চার করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। এরপর তো আর কোনো কথা থাকতে পারে না। এই বিভাজন, বিভেদ সন্ত্রাসের রাজনীতি তারাই সৃষ্টি করেছে। তাতে তো মনে হয় এ ঘটনা তাদেরই পরিকল্পিত ছিল কিনা সেটা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। 

এক প্রশ্নের জবাবে বিএনপি নেতা বলেন, ‘সবকিছু তাদের (আওয়ামী লীগ) হাতের মুঠোয়। তারা যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু প্রকৃত সত্য ঘটনা সবাই জানে। এটা গভীর নীলনকশার অংশ। এই নীলনকশার সঙ্গে ক্ষমতাসীনরা জড়িত কিনা সেটাই আজ সন্দেহ দেখা দিয়েছে।

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর