দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন ঘুরে দাঁড়াতে হবে: বিএনপি


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৮, ২০১৯, ০৯:৪০ পিএম
দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন ঘুরে দাঁড়াতে হবে: বিএনপি

মিথ্যে মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে। যে মামলার কোনো ভিত্তি নেই। এদেশের মানুষ অবিলম্বে তার মুক্তি চায়। আমারা সবদিক থেকে চেষ্টা করছি কিন্তু আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন ঘুরে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের নতুন আন্দোলনের সূচনা বরিশাল থেকেই শুরু হয়েছে আজ।

বৃহস্পতিবার বিকেলে বরিশাল হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালে বিভাগীয় সমাবেশে এ সব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তিনি বলেন, বেগম জিয়াকে মুক্তি না দিলে আপনাদের শেষ রক্ষা হবে না। এই বরিশাল থেকেই আন্দোলন শুরু হলো। দাবি একটাই। খালেদা জিয়ার মুক্তি। নতুন করে আমরা বরিশাল থেকে যাত্রা শুরু করলাম। সেই যাত্রা হবে গণতন্ত্রের সৈনিকদের মুক্তির যাত্রা।

মির্জা ফখরুল, ছাত্র জনতা, জনগণকে ঐক্যবদ্ধ করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো। দেশনেত্রীকে মুক্ত করতে না পারলে অকার্যকর রাষ্ট্রে পরিনত হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশাল বিভাগীয় সমাবেশে জনসমুদ্রে রুপ নেয়। বৃহস্পতিবার পুলিশি বাধা উপেক্ষা করে জনসভায় যোগ দেন বিএনপির নেতাকর্মীরা। বিভিন্ন পয়েন্টে গাড়ি থামিয়ে চেক এবং জনগণকে সমাবেশে আসতে বাধা দেওয়া হয়েছে বলে অনেক নেতা অভিযোগ করেছেন।

সমাবেশে আরো বক্তব্য দেন মেজর (অব.) হাফিজ উদ্দীন আহম্মেদ, সেলিমা রহমান, জয়নুল আবেদীন, শাজাহান ওমর, বিলকিস আকতার জাহান শিরিন, মাহবুবুল হক, আকন কুদ্দুসুর রহমান, এবায়দুল হক, মেজবা উদ্দীন ফরহাদ, আবুল হোসেন খান, হাফিজ ইব্রাহিম, নগর বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দীন সিকদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম বিএনপির কোনো বড় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গো নিউজ২৪/এমআর

রাজনীতি বিভাগের আরো খবর