অবৈধ সংসদে কেন এসেছেন, প্রশ্ন মতিয়ার


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুন ১৬, ২০১৯, ০৮:৩৫ পিএম
অবৈধ সংসদে কেন এসেছেন, প্রশ্ন মতিয়ার

বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ও দলের সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার প্রথম দিনের এক বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ।

সংসদে যোগ দিয়ে প্রথম দিন শুভেচ্ছা বক্তা হিসেবে বলার সুযোগ নিয়ে বর্তমান সংসদকে অবৈধ বলে দাবি করে রুমিন বলেন, একাদশ জাতীয় সংসদ জনগণের ভোটে নির্বাচিত নয়। এই সংসদের মেয়াদ যদি একদিনও না বাড়ে তিনি খুশি হবেন বলেও জানিয়েছেন। এছাড়া দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিও চেয়েছেন তিনি।

এরপর রোববার বক্তব্য প্রদানের সুযোগ পেয়ে রুমিন ফারহানা বক্তব্য শুরু করলে আবারো উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। 

এদিকে রোববার সংসদে রুমিন ফারহানাকে এতহাত নিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

তিনি প্রশ্ন রেখে বলেন, অবৈধ সংসদে কেন এসেছেন?

রোববার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রশ্ন তোলেন।

বিএনপির সংসদ সদস্যদের কাছে প্রশ্ন রেখে মতিয়া চৌধুরী বলেন, এই সংসদে বসে বলবেন সংসদ অবৈধ। আবার সেই সংসদের সদস্য হিসেবে সব ধরনের সুযোগ-সুবিধা নেবেন। এটা হয়না।

‘অবৈধই যদি হয়, তাহলে এসেছেন কেন? কেউ তো চরণ ধরে সংসদে আনেনি। অবৈধ বলবেন আবার সুযোগ-সুবিধা নেবেন। জলে নামবো, জল ছিঁটাবো, গা ভেজাবো না, এটা হয় না,’ বলেন তিনি।

সম্পূরক বাজেট সর্ম্পকে তিনি বলেন, আমি যখন কৃষিমন্ত্রী ছিলাম কিছুটা কিপটা, তাই খরচ কম করেছি। কিন্তু বিজ্ঞান চর্চায় খরচের কোনো কমতি ছিল না।

নির্বাচন কমিশনের ব্যয় প্রসঙ্গ তুলে ধরে মতিয়া চৌধুরী বলেন, বিগত সংসদ নির্বাচন বিতর্কিত করার অনেক চেষ্টা করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৌশলী ও উদার নেতৃত্বের কারণে সেটা তারা করতে পারেনি।

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর