বিএনপি এখন নিঃশেষের পথে


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০১৫, ০৮:১০ পিএম
বিএনপি এখন নিঃশেষের পথে

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘যে বিএনপি একদিন জাতীয় পার্টিকে নিঃশেষ করার চক্রান্ত করেছিল। জাতীয় পার্টির নেতাকর্মীদের জেলে পুরেছিল। আমাকে জেলে পাঠানো হয়েছিল। সেই বিএনপিই আজ নিঃশেষের পথে। ‘দেশবাসী নিরাপত্তা চায়। শান্তিতে বাস করতে চায়। মানুষের মনে আশঙ্কা আগামী দিন কি হবে ?` 

আজ মঙ্গলবার( ৮ ডিসেম্বর) দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার দিনহাটায় নিজ পৈতৃকবাড়িতে তিন দিনের ব্যক্তিগত সফরে যাওয়ার আগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর জিরো পয়েন্টে সাংবাদিকদের এসব তথ্য দেন তিনি।

 

আসন্ন পৌরসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এই নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করার জন্য যদি আওয়ামী লীগের সব প্রার্থী হেরেও যায় তাতেও সরকারের ক্ষমতা যাবে না। বরং নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হলে সাধারণ মানুষের কাছে সরকারের গ্রহণযোগ্যতা বাড়বে। ‘জাতীয় পার্টি এই নির্বাচনে অংশ নিয়েছে। কিছু পৌরসভায় মেয়র প্রার্থী দেয়া হয়েছে। অনেক প্রার্থীকে মনোনয়ন জমা দেয়ার সময় হুমকি ধামকি দেয়া হয়েছে। তাই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কি না তা নিয়ে সাধারণ মানুষের মনে শঙ্কা রয়েছে।’

ভারতে থাকার অতীত স্মৃতি স্মরণ করে তিনি বলেন, ‘নবম শ্রেণী পাসের পর ভারত থেকে বাংলাদেশে চলে আসি। সেখানে আমার দাদা-দাদিসহ অনেকেই ছিলেন। সেখানে আমার চাচাতো ভাই মোছাব্বের হোসেন, তোজাম্মেল হোসেন ও আহসান হাবীবদের সঙ্গে সাক্ষাত করবো।’

জিরো পয়েন্টে স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এ সময় এরশাদকে বিদায় জানান।

রাজনীতি বিভাগের আরো খবর