চেয়ারপাসনকে মুক্তি দিলে শপথ নেবেন বিএনপির নির্বাচিতরা!


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ১৬, ২০১৯, ০৯:২৩ পিএম
চেয়ারপাসনকে মুক্তি দিলে শপথ নেবেন বিএনপির নির্বাচিতরা!

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিতরা মহাসচিবের কাছে জানতে চেয়েছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে কী করা হচ্ছে? দল কী করছে? নির্বাচিতরা শপথ নেবেন কি না? 

তারা দলের শীর্ষ নেতাদের বলেছেন, দলের শীর্ষ নেতারা কী করছেন, তা তারা বুঝতে পারছেন না।

জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের অপেক্ষা করতে বলেছেন।

সোমবার বিএনপির গুলশান অফিসে মির্জা ফখরুলের সভাপতিত্বে বৈঠক করেন নির্বাচিতরা। সেখানে শপথ ও খালেদা জিয়ার মুক্তির বিষয়ে নিজেদের অবস্থান ও দলের অবস্থান নিয়ে আলোচনা হয়। তবে শপথের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান বৈঠকে অংশ নেওয়া নেতারা। 

খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির সংসদে যাওয়া নিয়ে সরকারের সঙ্গে আলোচনার একটি গুঞ্জন অনেক দিন থেকেই হচ্ছে। 

এসব গুঞ্জনের মধ্যেই বিএনপি চেয়ারপারসনের প্যারোলে মুক্তি নিয়ে আলোচনা উঠেছে। সরকারদলীয় নেতারা বলছেন, প্যারোলের জন্য খালেদার পক্ষ থেকে আবেদন করলে তা বিবেচনা করা হবে। অন্যদিকে বিএনপি নেতারা বলছেন, সরকার মিথ্যা মামলায় তাকে আটকে রেখেছে এবং জামিন তার প্রাপ্য। 

যদিও বিএনপি গুঞ্জনের বিষয়টি প্রকাশ্যে গুজব বলে উড়িয়ে দিচ্ছে। 

এদিকে বিএনপির এক সূত্র জানায়, খালেদা জিয়াকে এখন রাজনীতি, দল, সংগঠনের স্বার্থে কোনো একটি সিদ্ধান্ত নিতে হবে। পয়লা বৈশাখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন দলের তিন শীর্ষ নেতা। সেখানেও খালেদা জিয়া তেমন কোনো সিদ্ধান্ত দেননি বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

এসব বিষয় এবং শপথ নিয়ে বিএনপির মধ্যে হিসাব-নিকাশ চলছে। এর মধ্যেই গতকাল নির্বাচিতদের বৈঠক হয়। বৈঠকে আলোচিত বিষয়গুলো বিশ্লেষণ করলে দেখা যাবে-‘খালেদা জিয়ার মুক্তির বিনিময়ে শপথ নিবেন বিএনপির নির্বাচিতরা’। 

বিএনপি থেকে নির্বাচিত এই নেতা বলেন, ‘সরকারের অবস্থান বা দলের অবস্থান কিছু বুঝতেছি না। তারপর এলাকায় জনগণের চাপ আছে। তাই ঢাকায় এক সঙ্গে হয়ে নিজেদের মধ্যে আলোচনা করলাম।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছয়জন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন। গতকাল মহাসচিবের কাছে নিজেদের অবস্থান জানান অপর পাঁচ সাংসদ। তারা আলাদাভাবে শপথ নেওয়ার পক্ষে বলে মহাসচিবকে জানিয়েছেন।

উল্লেখ্য, আগামী ৩০ এপ্রিলের মধ্যে শপথ না নিলে শূন্য হয়ে যাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির ছয় সংসদ সদস্যের আসন। সে হিসাবে শপথের বাকি আর মাত্র ১৪ দিন। 

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর