দেশনেত্রী প্যারোলের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি: ফখরুল


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ১৬, ২০১৯, ০৪:০৯ পিএম
দেশনেত্রী প্যারোলের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি: ফখরুল

প্যারোলে মুক্তি নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চলে যাবেন বলে বিভিন্ন গণমাধ্যমে যেসব খবর প্রকাশিত হচ্ছে তাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রী প্যারোলের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি।’

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশের) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘কয়েক দিন ধরে এ বিষয়টা পত্রিকায় আলোচনা হচ্ছে, আজকে একটি ইংরেজি পত্রিকা দিন-তারিখসহ দিয়ে দিয়েছে। আমার সঙ্গে কথা বলেছে, আমি বলেছি এটা বেজলেস।’

হলুদ সাংবাদিকতা পরিহার করার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘গণমাধ্যম সুপরিকল্পিতভাবে একটা শ্রেণি নিয়ন্ত্রণ করে যাচ্ছে যারা শাসকগোষ্ঠীর ইচ্ছেমতো সমাজ নির্মাণে সহায়তা করছে। এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে যাতে করে অনেক জনপ্রিয় লোকেরা টক শোতে আসছেন না। সত্য কথাগুলো নিয়ে জনগণের কাছে যাওয়া কঠিন হয়ে যাচ্ছে। কারণ যারা গণমাধ্যমে কাজ করেন নির্বাচনের পর তাদের বেশ কয়েকজনের চাকরি চলে গেছে।’

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় অন্যদের মধ্যে সাংবাদিক নেতা শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, আব্দুস শহীদ, আব্দুল হাই শিকদার, শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর