রওশনকে বিরোধীদলীয় উপনেতা করে প্রজ্ঞাপন


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২৫, ২০১৯, ০২:৩৫ পিএম
রওশনকে বিরোধীদলীয় উপনেতা করে প্রজ্ঞাপন

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদকে একাদশ সংসদের বিরোধী দলীয় উপনেতা করা হয়েছে। এর আগে দশম সংসদে তিনি বিরোধী দলীয় নেতা ছিলেন।

রোববার দুপুরে সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাদশ সংসদে নতুন সরকার গঠনের পর সংসদে সরকারি দলের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা এইচএম এরশাদের পত্রের পরিপ্রেক্ষিতে গোলাম মোহাম্মদ কাদেরের পরিবর্তে রওশন এরশাদকে বিরোধীয় দলীয় উপনেতার স্বীকৃতি প্রদান করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

একাদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যের রেওয়াজ অনুযায়ী সংসদ নেতার বক্তব্যের আগে বিরোধী দলীয় নেতার পক্ষে সমাপনী বক্তব্য দেন জিএম কাদের। সেদিনই ছিল বিরোধী দলীয় উপনেতা হিসেবে তার প্রথম এবং শেষ বক্তব্য।

উল্লেখ্য, এর আগে জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতার পদ থেকে গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে বাদ দেন তার ভাই ও সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ। তার স্থলে বিরোধীদলীয় উপনেতা হিসেবে রওশনকে দায়িত্ব দেয়ার জন্য স্পিকারের কাছে চিঠিও দেন তিনি।

গো নিউজ২৪/এমআর

 

রাজনীতি বিভাগের আরো খবর