ছাত্রনেতাকে ‘ডোন্ট টেল লাই’ বলে তোপের মুখে ফখরুল


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ২৪, ২০১৯, ০৮:৩৮ পিএম
ছাত্রনেতাকে ‘ডোন্ট টেল লাই’ বলে তোপের মুখে ফখরুল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়া বিএনপির ভুল না কি সঠিক সিদ্ধান্ত নেতাকর্মীদের এই প্রশ্নের উত্তর দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রোববার বিকেলে এক স্মরণ সভায় তিনি এ উত্তর দিয়েছেন।

বিএনপির সাবেক মহাসচিব কেএম ওবায়দুল হকের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ স্মরণ সভার আয়োজন করে ‘ওবায়দুল হক স্মৃতি সংসদ’।

মির্জা ফখরুল জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশেই বিএনপি নির্বাচনে গেছে এবং নির্বাচনের পরেও তার নির্দেশেই ঐক্য ধরে রাখতে কাজ করছে দলটি।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আবেগ দিয়ে যুদ্ধ জয় করা যায় না।

মির্জা ফখরুল বলেন, আমরা নির্বাচনে যাওয়ার পূর্বে আমাদের নেত্রীর সঙ্গে যোগাযোগ করেছি। তিনি নির্দেশ দিয়েছিলেন যে, নির্বাচনে যেতে হবে এবং জনগণের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। এমনকি নির্বাচনের পরে তিনি এই নির্দেশ দিয়েছেন যে, এই ঐক্যকে ধরে রাখতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আবেগ দিয়ে যুদ্ধ জয় করা যায় না। এখানে অনেকে অনেক কথা বলছেন। নেত্রী গ্রেফতার হওয়ার পরে যখন আমরা কর্মসূচি দিয়েছি, দেখেছি কতজন এসেছেন কতজন আসেননি।

তিনি বলেন, আজকে সুপরিকল্পিতভাবে জনগণের ঐক্যকে ভেঙে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে, দেশনেত্রীর নির্দেশে এই ঐক্যকে আরো সুদৃঢ় করবো। এই শক্তিকে পরাজিত করবো।

বিএনপিকে ভাঙতে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে তিনি বলেন, এর আগে অনেকে ভাঙতে চেয়েছিল। এরশাদ সরকার ভাঙতে চেষ্টা করেছে। এর পরে আওয়ামী লীগও ভাঙতে চেয়েছিলো কিন্তু পারেনি। আবারো এখন ভাঙতে চেষ্টা করছে।

মির্জা ফখরুল বক্তব্যের এক পর্যায়ে দর্শক সারি থেকে কেন্দ্রীয় নেতাদের কাছে বিচ্ছিন্নভাবে প্রশ্ন করতে থাকেন।

এ সময় মির্জা ফখরুল তাদের মঞ্চে এসে প্রশ্ন করতে বলেন।

দর্শক সারি থেকে ঢাকা কলেজের সহসভাপতি এইচএম রাশেদ মঞ্চের কাছে এসে জানতে চান, জাতীয় ঐক্যফ্রন্ট সর্বশেষ যে কর্মসূচি ঘোষণা করেছে তাতে খালেদা জিয়ার মুক্তি চাওয়া হয়নি কেন?
এ সময় ফখরুল বলেন, ‘কে বলেছে আপনাকে এই কথা। অবশ্যই মুক্তি চাওয়া হয়েছে। ডোন্ট টেল লাই।’

এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।    

আয়োজক সংগঠনের সভাপতি টিএস গিয়াসউদ্দিন আহমেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতাদের মধ্যে শাহ মোয়াজ্জেম হোসেন, শ্যামা ওবায়েদ, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ। এছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বক্তব্য দেন।

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর