আ.লীগের বিশ্বাস নিয়ে সন্দেহ ফখরুলের


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২৩, ২০১৯, ০২:৫৫ পিএম
আ.লীগের বিশ্বাস নিয়ে সন্দেহ ফখরুলের

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগ এখন ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনায় কতটুকু বিশ্বাস করে তা নিয়ে সন্দেহ আছে। এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রয়াত কবি আল মাহমুদের শোক সভায় তিনি এ মন্তব্য করেন।

এসময় মির্জা ফখরুল বলেন, আমি সবসময় বলি, আমরা কঠিন সময় পার করছি। সময়টা অত্যন্ত কঠিন কিন্তু সময় সহজ হয়ে আসবে যদি আমরা সবাই মনে করি- হ্যাঁ, আমরা পারবো, আমরা এটা করতে পারি, আমরা এই নৈরাজ্য দূর করতে পারবো, আমাদের বুকের ওপর যে পাথর আছে সেই পাথর সরাতে পারবো। এই বোধ না আনতে পারলে আমরা সফল হতে পারবো না।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, অবৈধ সরকার আজকে সারা বাংলাদেশেকে কারাগারে পরিণত করেছে। তারা মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। আজকে কবিকে কারাগারে নেওয়া হচ্ছে। কবি সাহিত্যিককে কারাগারে পাঠায়। শিল্পী-সাংবাদিককে কারাগারে পাঠায়। কেউ ভিন্নমত পোষণ করলে তাদের ওপর নির্যাতন নেমে আসে। 

তিনি আরো বলেন, আমার প্রশ্ন এই জায়গায়- যারা ভিন্নমত সহ্য করতে পারে না, যাদের মধ্যে ন্যূনতম সহনশীলতা নেই, তারা গণতন্ত্রের কথা বলবে কেন। সরাসরি নর্থ কোরিয়ার কিম এর মতোবলা উচিত যে- আমি এক দলীয় শাসন বিশ্বাস করি, আমি যা বলবো সেটাই আইনের কথা। একটা ছদ্মবেশ ধারণ করে মানুষকে বিভ্রান্ত করে, প্রতারণা করে, পুরোপুরি একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয়েছে।

গো নিউজ২৪/এমআর

রাজনীতি বিভাগের আরো খবর