ভিপি নুরের কড়া হুশিয়ারি


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ১৪, ২০১৯, ০৩:৪৯ পিএম
ভিপি নুরের কড়া হুশিয়ারি

ডাকসুতে পুনঃনির্বাচন, রোকেয়া হলের প্রভোস্টের পদত্যাগসহ বেশ কিছু দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও রোকেয়া হলের সামনে অনশনরত আছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। অভিযোগ উঠেছে, বুধবার মধ্যরাতের পর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত ডাকসুর জিএস গোলাম রাব্বানী রোকেয়া হলের সামনে অনশনরত ছাত্রীদের হেনস্তা করেছেন। 

এমন পরিস্থিতিতে অনশনরত শিক্ষার্থীরা নিরাপত্তার হুমকিতে আছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর।

বৃহস্পতিবার দুপুরে অনশনকারীদের সঙ্গে দেখা করে ঢাবি প্রশাসনের প্রতি কড়া হুশিয়ারি দিয়ে নুর বলেন, অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে এখন পর্যন্ত হল বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ দেখা করেনি। তারা নিরাপত্তার হুমকিতেও ভুগছেন। তাদের কিছু হলে এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে।

এ সময় রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জিনাত হুদাকে অবশ্যই পদত্যাগ করতে হবে বলেও মন্তব্য করেন নুর। বলেন, রোকেয়া হলের নির্বাচনে কারচুপি ও অনিয়ম হয়েছে। সে হিসেবে প্রভোস্ট হিসেবে থাকার নৈতিক অধিকার নেই।

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর