পাকিস্তান আমলেও ডাকসুতে এমন কলঙ্ক হয়নি: সেলিম


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১১, ২০১৯, ১২:০৪ পিএম
পাকিস্তান আমলেও ডাকসুতে এমন কলঙ্ক হয়নি: সেলিম

ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে যা হলো তা গোটা নির্বাচনী ব্যবস্থাকে ফের কলঙ্কিত করেছে। পাকিস্তান আমলে আইয়ুব খানের সরকারের সময়েও ডাকসু নির্বাচনে এমন কলঙ্ক হয়নি। সরকার যে নির্বাচনী সংস্কৃতি তা রুখে দেয়ার সময় এসেছে।

সেলিম বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম ডাকসুর ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত হন।

সোমবার সকালে ঢাবি কুয়েত মৈত্রী হলের ভোট জালিয়াতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি আরো বলেন, এই ঘটনা গোটা জাতির জন্য বড় লজ্জার। পাকিস্তান আমলে আইয়ুব খান গোটা দেশ নিয়ন্ত্রণ করতে পারলেও ঢাকা বিশ্ববিদ্যালয়কে পারেনি।

সেলিম বলেন, ২৮ বছর পর শিক্ষার্থীরা অপেক্ষায় ছিলেন, তাদের মতের প্রকাশ ঘটাতে। কিন্তু নির্লজ্জভাবে অন্যান্য নির্বাচনের মতো এখানেও জালিয়াতি করা হলো। এটি কলঙ্কিত করল ডাকসুকে। তবে সরকারের নির্বাচনী সংস্কৃতি রুখে দেয়ার সময় এসেছে এখন।

উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে ২৫ টি পদের জন্য ২২৯ জন প্রার্থী ভোটের লড়াইয়ে নেমেছেন। আর এসব প্রার্থীদের মধ্যে নিজেদের পছন্দের প্রার্থী বেছে নিতে ৪২ হাজার ৯৪৩ জন শিক্ষার্থী নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

গো নিউজ২৪/এমআর

রাজনীতি বিভাগের আরো খবর