কর্মীদের তোপের মুখে ফখরুল-মওদুদ


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০১৯, ০৫:৪৫ পিএম
কর্মীদের তোপের মুখে ফখরুল-মওদুদ

বিএনপির তৃণমূল পর্যায়ের কর্মীদের তোপের মুখে পড়লেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। 

বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তোপের মুখে পড়েন তারা।

আলোচনা সভায় সভাপতিত্ব করছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্যারিস্টার মওদুদ আহমদের বক্তব্য চলাকালে দর্শক সারিতে বসা হঠাৎ করেই এক কর্মী বলে ওঠেন ‘খালেদা জিয়ার মুক্তি চাই’।

এ সময় ডায়াসে দাঁড়িয়ে বক্তব্য দিতে থাকা মওদুদ বলেন কী? তখন আরেক কর্মী বলেন, কর্মসূচি নাই কেন? হল খালি কেন? নেতাকর্মীরা আসেনি কেন? এরপর বেশকিছু নেতাকর্মী স্লোগান দিতে থাকেন। ফলে ব্যারিস্টার মওদুদের বক্তব্য বাধাগ্রস্ত হয়। পরে নেতাকর্মীদের স্লোগান থামলে মওদুদ তার অবশিষ্ট বক্তব্য দেন।

এমনিভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য চলাকালে একই পরিস্থিতির সৃষ্টি হয়। পরে মির্জা ফখরুল নেতাকর্মীদের সান্ত্বনা দিতে গিয়ে বলেন, আপনারা ব্যর্থ হয়েছেন, এটা মনে করছেন কেন? আপনারা ব্যর্থ হননি। 

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর