ব্যারিস্টার রাজ্জাককে স্বাগত জানালেন শিক্ষামন্ত্রী


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০১৯, ০৩:২২ পিএম
ব্যারিস্টার রাজ্জাককে স্বাগত জানালেন শিক্ষামন্ত্রী

চাঁদপুর: জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বিশিষ্ট আইনজীবী আবদুর রাজ্জাকের দলত্যাগ ও তার বক্তব্যকে স্বাগত জানিয়ে ক্ষমতাসীন দলের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এটি তাদের (জামায়াত নেতাদের) জঙ্গিবাদের ধারণাগুলোকে আদর্শ মেনে ভিন্ন নামে আরেকটি সংগঠন করার অপপ্রয়াস কিনা সেটিও আমাদের দেখা দরকার।

শনিবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকার জন্য ক্ষমা চাওয়া এবং জামায়াত বিলুপ্তির প্রশ্নে দলের ভেতরে নতুন করে যে আলোচনা উঠেছে, তা নতুন মাত্রা পেয়েছে। এর রেশ ধরে শুক্রবার দলের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক পদত্যাগ করেছেন। যুক্তরাজ্যে থেকে তি​নি জামায়াতের আমিরের কাছে পদত্যাগপত্র পাঠান।

গো নিউজ২৪/এমআর

রাজনীতি বিভাগের আরো খবর