কবি আল মাহমুদের মৃত্যুতে এরশাদের শোক বার্তা


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০১৯, ০৯:১৩ এএম
কবি আল মাহমুদের মৃত্যুতে এরশাদের শোক বার্তা

ঢাকা: বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার এক শোক বার্তায় সোনালী কাবিন এর কবি আল মাহমুদের রুহের মাগফিরাত কামনা করেন এরশাদ। পাশাপাশি কবি আল মাহমুদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

শোক বার্তায় বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, কবি আল মাহমুদের মৃত্যুতে বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি হলো, যা সহসাই পূরণ হবার নয়। আলোকিত মানুষ হিসেবে কবি আল মাহমুদ সাহিত্যে-কর্মের মাধ্যম আলো ছড়িয়েছেন। তিনি বেঁচে থাকবেন তার কর্মের মাঝে।

এর আগে শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মাহমুদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দির্ঘদিন ধরে নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। কবি আল মাহমুদ স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

কবি আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন।

গো নিউজ২৪/এমআর

রাজনীতি বিভাগের আরো খবর