ডিএনসিসি নির্বাচন: আলোচনা শেষে সিদ্ধান্ত জানাবে বিএনপি


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০১৯, ১১:৩৫ এএম
ডিএনসিসি নির্বাচন: আলোচনা শেষে সিদ্ধান্ত জানাবে বিএনপি

ঢাকা: এক বছর আগে স্থগিত হয়ে যাওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচনে বিএনপি যাবে কিনা- সে সিদ্ধান্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কথা বলে ও স্থায়ী কমিটির বৈঠক শেষে জানাবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে জিয়াউর রহামন ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিএনপি। ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন বিএনপি নেতাকর্মীরা।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি ভোট ধরে তফসিল ঘোষণার পর বিএনপি প্রার্থী বাছাই করে তাবিথ আউয়ালকে। তবে ঢাকা উত্তরে যোগ হওয়া দুই ইউনিয়ন বেরাইদ ও ভাটারার চেয়ারম্যানের রিট আবেদনে ঝুলে যায় নির্বাচন।

আদালতের নির্দেশে আটকে যাওয়া নির্বাচনের জট এক বছর পর খুলেছে আদালতের আদেশেই।  নির্বাচন হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। এই নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই হবে ২ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৯ ফেব্রুয়ারি।

গো নিউজ২৪/এমআর

রাজনীতি বিভাগের আরো খবর