ইনুর জাসদে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াত নেতাকর্মী


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ২০, ২০১৯, ০৬:৪০ পিএম
ইনুর জাসদে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াত নেতাকর্মী

সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দলে (জাসদ) যোগ দিয়েছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার জামায়াত নেতাকর্মীরা। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

শনিবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট এলাকার অর্ধশতাধিক জামায়াত নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাসদে যোগদান করেন। তারা কুর্শা ইউনিয়ন জাসদের সভাপতি জামিরুল ইসলাম ও ওয়ার্ড জাসদের সভাপতি আরব আলীর হাতে হাত দিয়ে আনুষ্ঠানিকভাবে জাসদে যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন জাসদ নেতা ইকতার আলী, সাবেক মেম্বর জাহার আলী, সামছুম আলী, তাইজাল আলী শেখ, ইদবার আলী, ওয়ারেশ মল্লীক, যুব জোটের নেতা হুমায়ন কবির প্রমুখ।

জামায়াত নেতা নুর ইসলামের নেতৃত্বে ছের আলী, আবুছদ্দীন, রেজন আলী, রাশিদুল ইসলাম, মোহর আলী, সামছুল আলম, সোলাইমানসহ যারা জাসদে যোগ দিয়েছেন তাদের অনেকেই স্থানীয়ভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা চক্রান্তে লিপ্ত বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে রয়েছে নাশকতার একাধিক মামলা।

জাসদে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াত নেতাকর্মী

জাসদে যোগদান করা জামায়াত নেতাকর্মীরা জানান, আমরা দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সাথে জড়িত ছিলাম। এ কারণে আমরা বিভিন্ন সময়ে গ্রেফতার, হামলা ও মামলা আতঙ্কে ভুগেছি। আমরা আর নাশকতার মামলায় জড়াতে চাই না। আর জাসদের কর্মকাণ্ডের কারণে আমরা জাসদে যোগদান করেছি। যাতে ভবিষ্যতে আর নামে মামলা না হয়।

স্থানীয় জাসদ সভাপতি ও ইউপি সদস্য আরব আলী জানান, তারা আগে জামায়াত করতো। এখন তারা জাসদে যোগদান করেছে। জামায়াত বলে আওয়ামী লীগ তাদের সমর্থন না দেওয়ায় আমরা তাদের জাসদে এনেছি।

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর