সংরক্ষিত আসনে ১০৫৭ ফরম বিক্রি


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৯, ০৮:৪৫ পিএম
সংরক্ষিত আসনে ১০৫৭ ফরম বিক্রি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে দুই দিনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ১০৫৭ জন। এর মধ্যে বুধবার মনোনয়ন ফরম কিনেছেন ৪৩১ জন।ফরমের মূল্য ৩০ হাজার টাকা করে।

ইতোমধ্যে ২৫০জন ফরম পূরণ করে জমাও দিয়েছেন। 

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন রয়েছে ৫০টি। এর মধ্যে আওয়ামী লীগ পাবে ৪৩টি আসন। আগামী ১৭ ফেব্রুয়ারি এ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। 

মঙ্গলবার (১৫ জানুয়ারি) সংরক্ষিত আসনে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য আগ্রহী প্রার্থীদের কাছে ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) ফরম বিক্রির শেষ দিন। এই সময়ের মধ্যেই ফরম সংগ্রহ করে জমা দিতে হবে। 

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর