সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম তুলেছেন ৮ হিজড়া নেতা


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০১৯, ১০:১৬ পিএম
সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম তুলেছেন ৮ হিজড়া নেতা

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের জন্য মনোনয়ন ফরম তুলেছেন তৃতীয় লিঙ্গের (হিজড়া) আটজন। এদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করা তৃতীয় লিঙ্গের ময়ূরী এবং চট্টগ্রামের ফাল্গুনিও রয়েছেন।

চট্টগ্রাম থেকে আসা তৃতীয় লিঙ্গের ফাল্গুনী ও অঙ্কিতাকে মঙ্গলবার লাইনে দাঁড়িয়ে ফর্ম তুলতে দেখা গেছে। সকালে লাইন ধরলেও বিকেল ৫টার দিকে ফরম পান ফাল্গুনী। এর আগে কয়েকবার ফরম নিতে গিয়েও তিনি ফিরে আসেন। শেষবার চেষ্টা করে ৫টার দিকে ফরম পান।

ফাল্গুনী বৈষম্য দূরীকরণ ও মাল্টিপারপাস দুটি এনজিও পরিচালনা করেন চট্টগ্রামে।

ফাল্গুনি বলেন, ‘আমরাও এ দেশের মানুষ, আমাদেরও অধিকার রয়েছে। সংসদে আমাদের ব্যথা-বেদনা, আবেদনগুলো বলার লোক নেই। এ জন্য তৃতীয় লিঙ্গের প্রতিনিধি সংসদে পাঠানো দরকার বলে মনে করি। অধিকার আদায়ের জন্য আমরা জাতীয় সংসদে যেতে চাচ্ছি।’

এক প্রশ্নের জবাবে ফাল্গুনী বলেন, ‘কিছুদিন আগে আমাদের সম্প্রদায়ের নেতা ময়ূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ময়ূরী এবং আমিসহ আরও আটজন ফরম কিনেছি।

ফাল্গুনী ও অঙ্কিতা জানান, সংসদে প্রতিনিধি থাকলে নিঃসন্দেহে দাবি আদায় করা যাবে। প্রধানমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন এবার সংসদে হিজড়াদের প্রতিনিধি থাকবে।

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর